মাধ্যম নিউজ ডেস্ক: ঋণ নিয়ে ট্রাকটর কিনেছিলেন। রোজগার সেভাবে না হওয়ায় ঋণদানকারী সংস্থার লোন (Loan) শোধ করতে পারেননি প্রতিবন্ধী কৃষক (Farmer)। অভিযোগ, তার জেরে তাঁরই ট্রাকটর (Tractor) দিয়ে পিষে মারা হল তাঁরই গর্ভবতী মেয়েকে। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগ জেলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। মাহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানির এক এজেন্ট ঋণের টাকা আদায় করতে এসে নৃশংস এই ঘটনাটি ঘটায় বলে অভিযোগ। ওই মহিলা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রে খবর।
জেলা পুলিশ সুপার মনোজ রতন ছোটে জানান, ফিনান্স কোম্পানির কয়েকজন এজেন্ট ঋণের টাকা সংগ্রহ করতে গিয়ে এক কৃষকের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। এই সময় এজেন্টরা ট্রাকটরটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন ট্রাকটর মালিকের মেয়ে। অভিযোগ, ওই মহিলাকে ট্রাকটরের সামনে থেকে সরাতে না পেরে ট্রাকটর চালিয়ে দেন এজেন্টরা। গুরুতর জখম হন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান এলাকারই একটি হাসপাতালে। সেখানে কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই মহিলার। মাহিন্দ্রা ফাইনান্স কোম্পানির ম্যানেজার সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের হয়েছে খুনের মামলা।
আরও পড়ুন : এক বছরে রাজ্যের এক জেলাতেই আত্মঘাতী ১২২ কৃষক! বলছে আরটিআই রিপোর্ট
মৃতের পরিবারের দাবি, তাঁদের আগাম কিছু না জানিয়েই চলে আসেন ঋণদানকারী সংস্থার লোকজন। ঋণ শোধ করতে না পারায় গালাগালি দিতে শুরু করেন তাঁরা। এর পর জোর করে ট্রাকটরটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। বাধা দিলে তাঁরা ট্রাকটরের নীচে পিষে ফেলে তাঁদের মেয়েকে।হাজারিবাগের পুলিশ জানিয়েছে, ওই কৃষকের বাড়িতে যাওয়ার আগে কোম্পানির এজেন্টরা স্থানীয় থানাকে বিষয়টি নিয়ে কিছু জানাননি।
মাহিন্দ্রা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তথা চিফ এক্সিকিউটিভ আধিকারিক অনিশ শাহ বলেন, নৃশংস এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ঋণের অর্থ সংগ্রহের জন্য যে সব কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কর্মপদ্ধতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply