Kho Kho World Cup: আইওএ-র সহায়তায় ভারতে বসতে চলেছে প্রথম খো-খো বিশ্বকাপের আসর, কবে থেকে?

GY5eWxXXcAAEZbW

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রীড়াক্ষেত্রের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি পালক। এবার খো খো বিশ্বকাপ (Kho Kho World Cup) অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। আগামী বছর বিশ্বকাপের প্রথম পর্ব ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দিল্লির আইজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ক্রীড়াযজ্ঞকে সফল করতে ভারতীয় খো খো ফেডারেশনের সঙ্গে হাতে হাত রেখে কাজ করবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। সোমবার একথা জানিয়েছেন আইওএ-র সভাপতি পিটি উষা।

আইওএ-র সহায়তা 

মোট ২৪টি দেশ থেকে ছেলে এবং মেয়েদের ১৬টি দল খো খো বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ভারতীয় খো খো ফেডারেশনে সভাপতি সুধাংশু মিত্তাল বলেন, ‘খো খোর উৎস ভারতে। এই বিশ্বকাপ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবে। খেলার প্রতিযোগিতামূলক দিকটাও প্রকাশ পাবে। যে খেলাটা মাটিতে শুরু হয়েছিল, এখন ম্যাটে হয়। বিশ্বের মোট ৫৪টি দেশ খেলে। আমরা ২০৩২ সালে অলিম্পিকে খো খোর অন্তর্ভুক্তি দেখতে চাই। এই বিশ্বকাপ সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ। তাই তাকে সফল করতে এগিয়ে এসেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’ 

খো খো বিশ্বকাপের প্রস্তুতি

দক্ষিণ এশিয়ার অনেক দেশেই খো খো খেলা হয়। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডেও এই খেলার প্রচলন আছে। কাবাডির পর ভারতে এটাই সবচেয়ে ট্র্যাডিশনাল খেলা। ২০২২ সালের অগাস্টে ভারতে আল্টিমেট খো খো নামক একটি টুর্নামেন্ট হয়। সেটাই এই খেলার প্রথম পেশাদার লিগ। ফ্র্যাঞ্চাইজি‌ লিগের প্রথম বছর মোট ছটি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় গুজরাট জায়ান্টস। খো খো বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে ঘানা, কেনিয়া, ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share