Kolkata Metro: শীঘ্রই চালু হচ্ছে নিউ গড়িয়া-রুবি রুটের মেট্রো! ভাড়া প্রকাশ রেলের, দেখে নিন তালিকা

lokata_metro

মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক দিনের মধ্যেই নিউ গড়়িয়া থেকে রুবি পর্যন্ত নতুন পথে ছুটবে মেট্রো (Kolkata Metro)। তার আগে শনিবার মেট্রোর এই নতুন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ। এই নতুন রুটের ফলে যাত্রীরা দমদম থেকে সোজা রুবি যেতে পারবেন। মাঝখানে রাসবিহারীতে নেমে অন্য যোগাযোগ মাধ্যমের দরকার হবেনা। জানা গেছে, আপাতত এই লাইন রুবি পর্যন্ত থাকলেও পরে তা বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। চলছে প্রস্তুতিও। এতে যাত্রীদের সময় ও অর্থ দুটোই বাঁচবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

ভাড়ার তালিকা

কবি সুভাষ (নিউ গড়়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) স্টেশনের মাঝে মোট ২টি প্ল্যাটফর্মে দাঁড়াবে মেট্রো (Kolkata Metro)। সেগুলি হল সত্যজিৎ রায় মানে বাঘাযতীন এবং কবি সুকান্ত মানে কালিকাপুর। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ মানে নিউ গড়িয়া থেকে সত্যজিৎ রায় অবধি ভাড়া হচ্ছে ৫ টাকা। কবি সুভাষ থেকে কবি সুকান্ত, অর্থাৎ কালিকাপুর অবধি ভাড়া হচ্ছে ১০ টাকা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়, অর্থাৎ রুবি অবধি ভাড়া হল ২০ টাকা। অর্থাৎ এই মেট্রোপথে সর্বোচ্চ ভাড়া হচ্ছে ২০ টাকা আর সর্বনিম্ন ভাড়া হচ্ছে ৫ টাকা। 

দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রোপথের (Kolkata Metro) যাত্রীদের জন্য বিশেষ টিকিটের ব্যবস্থা

দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রোপথের (Kolkata Metro) যাত্রীরা যাতে সরাসরি রুবি মোড় এবং সংলগ্ন এলাকায় দ্রুত পৌঁছতে পারেন, তার জন্য বিশেষ টিকিটের ব্যবস্থাও করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর কিংবা দমদম স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত যেতে যাত্রীদের গুনতে হবে ৪৫ টাকা। এসপ্ল্যানেড, চাঁদনি চক, পার্ক স্ট্রিট কিংবা কালীঘাট স্টেশন থেকে মেট্রোয় একই গন্তব্যে যেতে হলে দিতে হবে ৪০ টাকা। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে গেলে ৩৫ টাকার টিকিট কাটতে হবে।

দুটি মেট্রোর মাঝে কমবে সময়ের ব্যবধান, বলছেন মেট্রোর (Kolkata Metro) নতুন দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার

মেট্রোর নতুন দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি শনিবার একটি সাংবাদিক সম্মেলনে বলেন, নতুন ১৪টি ডালিয়ান রেক চালানো হবে। এরফলে দুটি মেট্রোর মাঝে সময়ের ব্যবধান কমবে এবং যাত্রীরা আরও দ্রুত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share