East-West Metro: শিয়ালদহ থেকে যাত্রা শুরু করল মেট্রো, উচ্ছ্বসিত কলকাতাবাসী

East-West_Metro_

মাধ্যম নিউজ ডেস্ক: আজই প্রথম শিয়ালদহ মেট্রো স্টেশন (Sealdah Metro Station) থেকে সেক্টর ফাইভের (Sector 5) উদ্দেশ্যে যাত্রা শুরু করল মেট্রো। ঝাঁ-চকচকে শিয়ালদহ স্টেশন প্রথম দিনেই দেখল ব্যস্ত কলকাতার এক অনন্য রূপ। শিয়ালদহ মেট্রো স্টেশন অন্যান্য স্টেশনের থেকে আকারে অনেকটাই বড়। তাই শুরুতে নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে ভরসা রাখতে হবে ম্যাপে। বাংলার নানারকম সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাস ফুটে উঠেছে এই মেট্রো স্টেশনে, ছবির মাধ্যমে। উচ্ছ্বসিত নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: প্রতীক্ষা শেষ, শিয়ালদহ- সল্টলেক মেট্রোর উদ্বোধন স্মৃতি ইরানির

মেট্রোর প্রথম দিনের ব্যস্ততার ছবি তুলে ধরেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্রথম মেট্রোর যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন মেট্রো কর্মীরা। 

[tw]


[/tw]

ট্যুইটারে ছবি পোস্ট করে কলকাতা মেট্রোর তরফ থেকে লেখা হয়েছে, “শিয়ালদহ থেকে যাত্রা শুরু করছে প্রথম মেট্রো। প্রথম মেট্রোর যাত্রীদের স্বাগত।” 

[tw]


[/tw]

উচ্ছসিত কলকাতাবাসীও। মেট্রোর ট্যুইটের কমেন্ট বক্সে একজন লিখেছেন, “একেই বলে উন্নয়ন। আরও কিছুর অপেক্ষায় রইলাম।”

আরও পড়ুন: বৃহস্পতি থেকে যাত্রী যাতায়াত শিয়ালদহ মেট্রোয়, প্রথম ট্রেন কটায়, কী হবে ভাড়া?

[tw]


[/tw]

আরেক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, “কলকাতার সবচেয়ে সুন্দর মেট্রো স্টেশন।”

[tw]


[/tw]

দেখুন এরকম আরও কিছু কমেন্ট:

[tw]


[/tw]

[tw]


[/tw]

[tw]


[/tw]

[tw]


[/tw]

[tw]


[/tw]

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share