Nitish Bharadwaj: প্রাক্তন স্ত্রীর ‘অত্যাচার’-এ অতিষ্ঠ! পুলিশের দ্বারস্থ ‘মহাভারত’-এর শ্রীকৃষ্ণ  

parliament_-_2024-02-16T120532190

মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন স্ত্রীর নামে পুলিশের দ্বারস্থ বি আর চোপড়ার মহাভারতের কৃষ্ণ নীতীশ ভরদ্বাজ। আমলা স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ আনলেন তিনি। তাঁর অভিযোগ, তাঁকে তাঁর মেয়েদের সঙ্গে দেখা করতে দেন না তাঁর স্ত্রী। নীতীশের স্ত্রী আইএএস। তাঁর নাম স্মিতা ভরদ্বাজ। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে ভোপাল পুলিশে অভিযোগ দায়ের করেছেন নীতীশ। তিনি বলেন, ‘‘আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে পুরোপুরি সমর্থন করি। কিন্তু আমি হতভাগ্য। আমার বিয়ে টিকল না। বিয়ে ভাঙার বহু কারণ থাকতে পারে। কিন্তু এই ভাঙনে সন্তানরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়।’’ 

নীতীশের অভিযোগ

বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকের কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান নীতীশ। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরে আমলা স্ত্রী নাকি নানা ভাবে হেনস্থা করছেন তাঁকে। দেখা করতে দিচ্ছেন না যমজ কন্যাসন্তানদের সঙ্গে। ভোপালের পুলিশ কমিশনার হরিণারায়ণচারী মিশ্রের কাছে সাহায্য চেয়ে অভিনেতা একটি মেল করেন। অভিনেতার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে শুরু করেছে পুলিশ। কমিশনার বলেন, ‘‘আমরা ওঁর অভিযোগপত্রটি পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

কৃষ্ণের ভূমিকায় অভিনয় করা ছাড়াও নীতীশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি ওয়েব সিরিজে তাঁর গুরুর চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও ‘মহেঞ্জো দড়ো’আর ‘কেদারনাথ’ এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। নীতীশ ও স্মিতা এই মুহূর্তে বিবাহবিচ্ছিন্ন। ১২ বছরের দাম্পত্যের পরে এই সিদ্ধান্তে আসতে হয় তাঁদের। ২০১৯ সালের সেপ্টেম্বরেই তাঁদের দাম্পত্য ভেঙে যায় এবং অনেক পর্ব পেরিয়ে গত বছর, ২০২২ সালে তাঁরা আইনত বিবাহবিচ্ছেদ করেন। ২০০৯ সালের মার্চে তাঁরা বিয়ে করেছিলেন। তাঁদের যমজ কন্যা রয়েছে, যাদের বয়স ১১ বছর। এটি ছিল নীতীশের দ্বিতীয় বিয়ে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুই কন্যাসন্তান থাকেন ইনদওরে মায়ের কাছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share