Jaishankar On Russian Oil: দেশবাসীর সুবিধাই আগে! জানুন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কী মত বিদেশমন্ত্রীর

jaishankar_2

মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া (Russia)-ইউক্রেন যুদ্ধের (Ukraine war) আবহে পুতিনের দেশ থেকে সস্তায় অপরিশোধিত তেল (Crude Oil) কিনছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিষেধাজ্ঞা (Sanction) সত্ত্বেও কেন ভারতের এই পদক্ষেপ, তার ব্যাখ্যা দিলেন বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শংকর (External Affairs Minister S Jaishankar)। পাশাপাশি জানিয়ে দিলেন, রক্ষণাত্মক নয়, দেশের মানুষের স্বার্থে যাবতীয় যে কোনওরকম পদক্ষেপ গ্রহন করতে রাজি নয়াদিল্লি। তাই কোনও রকম চাপের কাছে নতি স্বীকার করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার সম্ভাবনা নেই। তাঁর কথায়, জ্বালানির উচ্চ দাম কমানোর জন্য় সব দেশই চেষ্টা করবে। ভারতও সেই কাজই করছে।

ভারত-থাইল্যান্ড যুগ্ম কমিশনের (India-Thailand Joint Commission) নবম বৈঠকে যোগ দিতে ব্যাঙ্কক সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। মঙ্গলবার সেখানে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে ভারত-মার্কিন সম্পর্কের (Indo-US Relations) বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। রাশিয়া (Russia) থেকে সস্তায় তেল কেনার বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে জয়শংকর (S Jaishankar) বলেন, “একবার সততার সঙ্গে কোনও বিষয় বলা হলে সেটা শেষপর্যন্ত প্রতিষ্ঠা পায়। প্রথমে সবাই হয় তো প্রশংসা করবে না। কিন্তু তার জন্য চালাকির আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই।”

আরও পড়ুন: কোচিন শিপইয়ার্ডের হাত ধরে প্রাণ পেল হুগলি ডক! কী হচ্ছে শতাব্দী প্রাচীন এই ডকইয়ার্ডে?

বিদেশমন্ত্রী আরও জানান, ভারতের জনগণ উচ্চ জ্বালানির দাম সইতে পারবে না। তাই সেই কষ্ট লাঘব করতে রাশিয়া থেকে সস্তায় তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানিয়েছেন, ভারত প্রথম থেকেই নিজের জায়গা ও ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ছিল। তিনি এদিন আরও বলেন, “এ দেশে মাথা পিছু আয় ২ হাজার ডলার। এখানে অনেক মানুষেরই উচ্চ হারে জ্বালানি কেনার ক্ষমতা নেই। এটা আমার নৈতিক দায়িত্ব ও বাধ্যবাধকতা যে আমি তাঁদের জন্য শ্রেষ্ঠ জিনিসটাই করব।” তবে ভারতের এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলে দাবি বিদেশমন্ত্রীর। তিনি বলেন, “ভারতের সমস্যার বিষয়টি বোঝে আমেরিকা। তাই ভারতকে নিয়ে চলতে সমস্যা হচ্ছে না তাঁদের।” 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share