Queen Elizabeth II: ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য, জাতীয় পতাকা অর্ধনমিত থাকল লালকেল্লায়

9fee64cefce2a49105faced3a6586900166287522411619_original

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাষ্ট্রীয় শোক দিবস৷ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকারের তরফে এক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই দিল্লির লালকেল্লায় অর্ধনমিত জাতীয় পতাকা৷ কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, রবিবার, ১১ সেপ্টেম্বর দিনটি জাতীয় শোক দিবস (one day state mourning) হিসেবে পালন করা হবে। তাই আজ লালকেল্লা এবং রাষ্ট্রপতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রানি প্রয়াত হওয়ার পরদিনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের তরফে একটি ট্যুইটে জানানো হয় যে, “গ্রেট ব্রিটেনের ইউকে এবং নর্দার্ন আয়ারল্যান্ডের হার ম্যাজেস্টি রানি দ্বিতীয় এলিজাবেথ মারা (Queen Elizabeth II) গিয়েছেন৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ১১ সেপ্টেম্বর দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে৷”

আরও পড়ুন: রানির মৃত্যুর পর কার দখলে কোহিনূর? আদৌ কি ভারত ফিরে পাবে তার ‘অমূল্য রত্ন’?

আজ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন স্কটল্যান্ডের ব্যালাটার গ্রামে নিয়ে আসা হয়েছে। আপাতত রানি এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানানো চলছে। তাঁর মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে (Westminster Abbey in London) রানির শেষকৃত্য হবে বলে শনিবার জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace) ৷

প্রসঙ্গত, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল (Balmoral retreat in the Scottish highlands) প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি। এরপর রানির মৃত্যুর দুদিন পরেই ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হয়েছে তৃতীয় চার্লসের (Charles III)। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হলেন তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস। ৭৩ বছর বয়সে যুবরাজ থেকে রাজার গদিতে বসেছেন তৃতীয় চার্লস। ফলে চার্লসের উত্তরাধিকারী হবেন উইলিয়াম এবং তিনি হবেন প্রিন্স অব ওয়েলস। মায়ের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে সমস্ত দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share