Blog

  • Capt Amarinder Singh joins BJP: ‘দেশের জন্য কিছু করার সময় এসেছে…’, বিজেপিতে যোগ দিয়ে অমরিন্দর সিং

    Capt Amarinder Singh joins BJP: ‘দেশের জন্য কিছু করার সময় এসেছে…’, বিজেপিতে যোগ দিয়ে অমরিন্দর সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Capt Amarinder Singh joins BJP)। সম্প্রতি  কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে নতুন দল গঠন করেছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এবার নিজের তৈরি পাঞ্জাব লোক কংগ্রেস-কে (Punjab Lok Congress) বিজেপির সঙ্গে মিশিয়ে দিলেন তিনি। ক্যাপ্টেনের হাতে বিজেপির (BJP) পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) ও  কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar)। সোমবার বিজেপির হেড কোয়ার্টারে এসে দলে যোগ দেন ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ। কংগ্রেসের এই হেভিওয়েট নেতার দলে যোগদানের পর কেন্দ্রীয়মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, “দলের থেকে দেশকে বরাবরই উপরে রেখেছেন ক্যাপ্টেন সাহেব। খুব ভালো লাগছে আজ তাঁর পাঞ্জাব লোক কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে গেল। তাঁকে ও তাঁর অনুগামীদের বিজেপিতে স্বাগত জানাচ্ছি। পাঞ্জাব সীমান্ত রাজ্যে। তাই সবসময় এই রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ। বিজেপি এমন একটি দল যারা দলের উপরে রাখে দেশকে। তাই আজ অমরিন্দর আমাদের সঙ্গে বসে রয়েছেন।”

    আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এমএমএস কাণ্ডে গ্রেফতার আরও দুই, ৬ দিনের জন্য বন্ধ ক্যাম্পাস           
     
    গত ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন অমরিন্দ সিং। সেইসময় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যের নিরাপত্তা ও মাদকের বাড়বাড়ন্ত নিয়ে কথা বলেন। বিজেপি যোগদানের বিষয়টিও সেই সময়ই ঠিক হয় বলে ধারণা করছে রাজনৈতিক মহল।  

    কংগ্রেসের দলীয় কোন্দলের জন্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসতে বাধ্য হন অমরিন্দর। আর এর পরেই কংগ্রেসের থেকে দূরে সরে আসেন এই প্রবীণ নেতা। কিন্তু এরপরেও পাঞ্জাব বিধানসভায় ভরাডুবির মুখে পড়ে কংগ্রেস। ফেব্রুয়ারিতে কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবের মসনদে বসে আম আদমি পার্টি। ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় আপের দখলে আসে ৯৭ আসন। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিত্ সিং চন্নি দুটি আসনে লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি। সেই সময় অমরিন্দর সিং, তাঁর দল পাঞ্জাব লোক কংগ্রেস নিয়ে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করেছিলেন, কিন্তু কোনও আসন জিততে পারেননি। ভোটের কিছুদিনের মধ্যেই গেরুয়া শিবিরে যোগ দিলেন অমরিন্দর। তাঁর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দিলেন ৭ জন প্রাক্তন বিধায়ক ও ১ জন প্রাক্তন সাংসদ।

    আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    দলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে অমরিন্দর সিং বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন অ্যান্টনি কোনও অস্ত্র আনেনি। দুর্ভাগ্যজনকভাবে আজ চিন অস্ত্রশস্ত্রের দিক থেকে ভারতের থেকে এগিয়ে আছে। এর জন্য কংগ্রেস দায়ী। এবার দেশের জন্যে কিছু করার সময় এসেছে।” এর আগেও এই ইস্যুতে কংগ্রেসে থাকাকালীন ক্ষোভ উগরেছেন ক্যাপ্টেন সিং। তোপ দেগেছিলেন ইস্তফা পত্রেও।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Raju Srivastava Death: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    Raju Srivastava Death: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কাউকে আর হাসানো হল না। প্রয়াত হলেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। যেই মানুষ স্টেজে দাঁড়াতেই সবার মুখে হাসি দেখা যেত, আজ তিনিই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন চিরঘুমের দেশে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন ও মাঝে খবর এসেছিল যে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ও সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা আর হল না। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

    হাসপাতাল থেকে জানানো হয়েছে যে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর ভাই দীপু শ্রীবাস্তব সংবাদমাধ্যমে বলেন, “প্রায় আধঘণ্টা আগে আমি পরিবারের কাছ থেকে ফোন পেয়েছিলাম যে তিনি আর নেই। এটা সত্যিই দুর্ভাগ্যজনক খবর। তিনি ৪০ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে লড়াই করছিলেন।“

    প্রসঙ্গত, গত ১০ অগাস্ট জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপরই তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ভর্তির ১৫ দিন পর তাঁর জ্ঞান আসলেও সুস্থভাবে তাঁর আর ফিরে আসা হল না।

    আরও পড়ুন: সুস্থতার পথে রাজু শ্রীবাস্তব! ১৫ দিনের লড়াই শেষে অবশেষে জ্ঞান ফিরল কমেডিয়ানের

    অন্যদিকে তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 

  • Indian Army: আত্মনির্ভর ভারতে আস্থা! আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য দেশীয় সংস্থাগুলির কাছে দরপত্র চাইল সেনা

    Indian Army: আত্মনির্ভর ভারতে আস্থা! আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য দেশীয় সংস্থাগুলির কাছে দরপত্র চাইল সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারতীয় সেনা (Indian Army)। তার জন্য দরপত্রও চেয়েছে তারা। ড্রোন, মিসাইল, অ্যান্টি ড্রোন সিস্টেম, আগ্নেয়াস্ত্র, সাঁজোয়া গাড়ি সবই রয়েছে সেই তালিকায়। সম্প্রতি এই নিয়ে একটি টেন্ডার ডেকেছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মেক ইন ইন্ডিয়া (Make in India) প্রকল্পের ওপর ভরসা করে দেশীয় অস্ত্র প্রস্তুতকারী  সংস্থাগুলির কাছে দরপত্র চেয়েছে সেনা। 

    প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ‘আত্মনির্ভর’ হওয়ার কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার পর থেকেই বিদেশ থেকে বহু প্রতিরক্ষা সরঞ্জামের আমদানি বন্ধ করে দিয়েছে দিল্লি। পাশাপাশি, দেশেই সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। এই ব্যাপারে সরকার নিয়ন্ত্রিত অস্ত্র কারখানার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকেও উৎসাহ দেওয়া হচ্ছে। ভারতীয় সেনা সেই মতোই আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য দরপত্র চেয়েছে বিভিন্ন সংস্থার কাছে। আগামী ছয় মাসের মধ্যে এই টেন্ডার চূড়ান্ত করা হবে। 

    আরও পড়ুন: অর্পিতার ৩১টি পলিসির দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! দাবি ইডির, জানেন আর কী বলা হয়েছে চার্জশিটে?

    সেনা সূত্রে খবর, যে সংস্থাগুলি সামরিক সরঞ্জাম তৈরির বরাত পাবে, তাদের এক বছরের মধ্যে নির্দিষ্ট সরঞ্জামগুলি সরবরাহ করতে হবে। সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু কিছুদিনআগে হায়দরাবাদ গিয়েছিলেন, সেখানে বিভিন্ন গবেষণাগার ও অস্ত্র তৈরির কারখানা ঘুরে দেখেন তিনি। মিসাইল স্ট্র্যাটেজিক সিস্টেমস, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাব, সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস, ভারত ডায়নামিক্স লিমিটেড প্রভৃতি জায়গা ঘুরে দেখেন তিনি। তাঁর মতে, এই সংস্থাগুলি ভাল কাজ করছে। তাই ওপেন টেন্ডার ডেকে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও ভাল করার জন্য সেনা দ্রুত সামরিক সরঞ্জাম কিনতে চায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Karnataka Hijab Row: হিজাব-বিতর্ক বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ! সুপ্রিম কোর্টে কী বলল কর্নাটক সরকার?

    Karnataka Hijab Row: হিজাব-বিতর্ক বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ! সুপ্রিম কোর্টে কী বলল কর্নাটক সরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিজাব (Hijab) কখনও বাধ্যতামূলক নয়। কোরানে উল্লেখ থাকলেই যে সেই প্রথা জরুরি হবে এমন নয়। ইসলামিক দেশগুলিতেই হিজাব পরা নিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন মেয়েরা। ইরানের (Iran) রাজপথে হিজাব না পরার পক্ষে সওয়াল করেছেন সেখানকার স্বাধীনচেতা মেয়েরা। সুপ্রিম কোর্টে (Supreme Court) কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) রায়ের পক্ষে সওয়াল করে একথাই জানালেন আইনজীবী তুষার মেহতা। ভারতের সলিসিটর জেনারেল তথা কর্নাটক সরকারের আইনজীবী তুষার মেহতা জানিয়েছেন, দেশে হিজাব-বিতর্ক তৈরি করা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-এর চক্রান্ত।

    আরও পড়ুন: খাদ্যশস্য সংগ্রহের কাজে লাগানো হবে বেসরকারি সংস্থাকেও, কেন জানেন?

    তুষার মেহতা দাবি করেন, কর্নাটকে সরকারি প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছে যে ছাত্রছাত্রীরা তাঁরা চরমপন্থী সংগঠন পিএফআই দ্বারা প্রভাবিত। এটা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ। হিজাব পরা বাধ্যতামূলক করার জন্য এই চক্রান্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টে  বিচারপতি হেমন্ত গুপ্ত এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মঙ্গলবার সওয়াল করেন তুষার। তিনি  বলেছেন যে ২৯ মার্চ, ২০১৩ উদুপিতে সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় গার্লস কলেজ একটি রেজোলিউশন পাস করেছিল যে একটি নির্দিষ্ট ইউনিফর্ম পরা হবে। ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত ছিল না এবং প্রত্যেক শিক্ষার্থী ইউনিফর্মই পড়ত। যারা ২০২১ সালে পিইউ কলেজে ভর্তি হয়েছিল, তারা প্রাথমিকভাবে ইউনিফর্মের নিয়ম মেনে নিয়েছিল। 

    আরও পড়ুন :কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার মন্তব্যে মমতাকে মোক্ষম জবাব মালব্যর

    মেহতা বলেন, হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্ট যে রায় দিয়েছে, তা ধর্মনিরপেক্ষ। গেরুয়া উত্তরীয় হোক বা হিজাব -কোনওটাই স্কুলে পরে আসার অনুমতি ছিল না। তিনি  দাবি করেন, যে পড়ুয়ারা পিটিশন দাখিল করেছেন, তাঁরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে রাজ্যে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট আগে জানিয়েছিল, জরুরি ধর্মীয় প্রথার বিষয়ে যাওয়া উচিত হয়নি কর্নাটক হাইকোর্টের। এর বিপক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটার জেনারেল জানান, ‘এটা আমার কাছে একেবারেই ধর্মীয় বিষয় নয়, বরং এটা পড়ুয়াদের ইউনিফর্মের বিষয়।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Hrithik Roshan: নাচ ও অ্যাকশন করা নিষেধ ছিল হৃত্বিকের! ‘বিক্রম বেদা’ ছবির গান মুক্তিতে শোনালেন তাঁর জীবনের এক অজানা কথা

    Hrithik Roshan: নাচ ও অ্যাকশন করা নিষেধ ছিল হৃত্বিকের! ‘বিক্রম বেদা’ ছবির গান মুক্তিতে শোনালেন তাঁর জীবনের এক অজানা কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: হৃত্বিক রোশনের (Hrithik Roshan) নাচে মোহিত হননি এমন মানুষ কমই আছেন। তবে জানেন কী হৃত্বিকের দুর্দান্তচ নাচ ও অ্যাকশন কখনও আপনারা দেখতেই পেতেন না, কারণ তাঁর কিছু স্বাস্থ্যগত সমস্যার জন্য। কিন্তু তাঁর কঠোর পরিশ্রমে তিনি আজ এই জায়গাতে দাঁড়িয়ে। আর আপনারাও তাঁর অসাধারণ নাচ ও অ্যাকশনের সাক্ষী হতে পারছেন। তবে এই কথা প্রায় সবারই অজানা ছিল। এমনকি হৃত্বিক নিজেও কখনও এই কথা শেয়ার করেনি। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমকে এই কথা বলতে শোনা যায়।

    সম্প্রতি বড়পর্দায় আসতে চলেছে ‘বিক্রম বেদা’। তারই একটি গান শনিবার মুক্তি পেয়েছে। ‘অ্যালকোহলিয়া’ গানে রয়েছে হৃত্বিকের দুর্দান্ত নাচ। এই গানের স্টেপগুলো দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘বিক্রম বেদা’, তাঁর জন্য  একটি বিশেষ ফিল্ম, কারণ এটি তাঁর ক্যারিয়ারের ২৫তম ছবি।

    আরও পড়ুন: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    গান লঞ্চ ইভেন্টের সময়, দর্শক, অনুরাগীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে এদিন খানিক নস্ট্যালজিকও হয়ে পড়েন হৃত্বিক। তিনি তাঁর প্রথম ছবি ‘কহো না… পেয়ার হ্যায়’ মুক্তির পরের ঘটনার কথা মনে পড়ে। তখনই তিনি আরও একটি অজানা কথা জানান সবাইকে। তিনি বলেন, ‘কহো না… পেয়ার হ্যায়’  মুক্তির আগে আমার ডাক্তাররা আমাকে বলেছিলেন যে আমার স্বাস্থ্যের অবস্থা এতটা ভালো নয়। তাই আমি অ্যাকশন ছবি আর নাচ করতে পারব না। কিন্তু আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমার স্বাস্থ্য এবং ফিটনেসের দিকে মনোযোগ দিয়েছি৷ এটা আমার জন্য মিরাকেলের চেয়ে কিছু কম নয় কারণ আমার ২৫তম ছবিতে, আমি এখনও অ্যাকশন করছি এবং আমি এখনও নাচ করছি এবং পাশাপাশি ডায়লগ বলতেও সক্ষম৷ আমি মনে করি একুশ বছর বয়সী আমি আজ এই আমাকে নিয়ে খুব গর্বিত।”

    উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ‘বিক্রম বেদা’ ছবিতে সইফ আলি খানের সঙ্গে এক ফ্রেম শেয়ার করতে দেখা যাবে হৃতিক রোশনকে। এই অ্যাকশন থ্রিলারে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত সরফ এবং শরীব হাশমি। ‘বিক্রম বেদা’ হল একটি তামিল হিট ছবির অফিসিয়াল রিমেক এবং এটি পরিচালনা করেছেন পুষ্কর- গায়ত্রী। সেখানে অভিনয় করেন আর মাধবন এবং বিজয় সেতুপতি।

     

  • Tejashwi Yadav: তেজস্বীর জামিন খারিজের আবেদন নিয়ে আদালতে সিবিআই

    Tejashwi Yadav: তেজস্বীর জামিন খারিজের আবেদন নিয়ে আদালতে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আইআরসিটিসি কেলেঙ্কারিতে (IRCTC Scam) জামিন পেয়েছেন বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। এবার তাঁর জামিন খারিজের আবেদন নিয়ে দিল্লি আদালতে গেল সিবিআই (CBI)। অভিযোগ, জামিন পাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কয়েকজন আধিকারিককে তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে তেজস্বী হুমকি দেন। এভাবে তিনি মামলায় প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ সিবিআইয়ের।

    আইআরসিটিসি কেলেঙ্কারিতে নাম জড়ায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। অভিযোগ, রাঁচি এবং ওড়িশার পুরীতে ওই সংস্থার দুই হোটেল সংস্কারের ক্ষেত্রে আর্থিক তছরুপ হয়। ২০০৬ সালের ওই ঘটনায় নাম জড়ায় তেজস্বীর। তদন্তে নেমে সিবিআই ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এদিন সিবিআইয়ের জামিন খারিজের আবেদনের প্রেক্ষিতে তেজস্বীকে নোটিশ পাঠায় আদালত।

    আরও পড়ুন : চাকরি পেতে জমি লিখে দেওয়ার মামলায় গ্রেফতার হতে পারেন লালু-পুত্র তেজস্বী!

    জানা গিয়েছে, গত মাসে এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন বিহারের উপমুখ্যমন্ত্রী। সেই সময় তিনি বলেন, সিবিআই আধিকারিকদের কি মা এবং ছেলেমেয়ে নেই? তাঁদের কি পরিবার নেই? তাঁরা কি চিরকাল সিবিআই অফিসার হিসেবেই থাকবেন? তাঁরা কি অবসর নেবেন না? কেবল এই দলই কি চিরকাল বিহারের ক্ষমতায় থাকবে? কী বার্তা আপনারা পাঠাতে চাইছেন? আপনাদের উচিত সৎ ভাবে সাংবিধানিক সংস্থার দায়িত্ব ছেড়ে দেওয়া।

    তেজস্বী যখন এভাবে সিবিআইকে হুমকি দিচ্ছেন, তার ঠিক আগে আগেই রাষ্ট্রীয় জনতা দলের কয়েকজন নেতার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগের মামলায় তাঁদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তার পরেই সিবিআইকে তেজস্বী হুমকি দেন বলে অভিযোগ। প্রসঙ্গত, চাকরি পেতে জমি লিখে দেওয়ার মামলায়ও নাম জড়িয়েছে বিহারের উপ মুখ্যমন্ত্রীর। ইউপিএ-১ সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। সেই সময়ই ওই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Hindus Attacked in UK: মন্দিরে ভাঙচুর, শিশুদের বন্দি! ইংল্যান্ডের লেস্টারে জেহাদি হামলার শিকার হিন্দুরা

    Hindus Attacked in UK: মন্দিরে ভাঙচুর, শিশুদের বন্দি! ইংল্যান্ডের লেস্টারে জেহাদি হামলার শিকার হিন্দুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) পর এবার লক্ষ্য ব্রিটেন (UK)। আগেরবার দুর্গাপুজোর সময় গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছিল হিন্দু মন্দির ভাঙচুর ও হিন্দু ধর্মের অবমাননা। এবারে এরকমই ঘটনা দেখা গেল ব্রিটেনেও। কিন্তু এবারে এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতপাকিস্তানের খেলা ঘিরেই এই সাম্প্রদায়িক হিংসার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। আর এই খেলাকে ঘিরেই শনিবার ইংল্যান্ডের লেস্টারে এক হিন্দু মন্দিরে ভাঙচুর চালাল ইসলাম ধর্মবালম্বী কয়েকজন দুষ্কৃতী। শুধু তাই নয়, হিন্দুদের বাড়িতেও আক্রমণ করে দুষ্কৃতিরা। সূত্রের খবর, শিশু সহ হিন্দুদের বন্দিও করা হয়। এছাড়াও একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, হিন্দু ধর্মের গেরুয়া পতাকাকে কিছু দুষ্কৃতীরা আগুনে পুড়িয়ে দিচ্ছে। শনিবারের এই ঘটনায় এলাকায় সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, ২৮ অগাস্ট এশিয়া কাপ (Asia Cup 2022) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের পর থেকেই হিন্দুদের উপর হামলার ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে। ফলে শনিবার থেকে সশস্ত্র ইসলামপন্থীরা হিন্দুদের এবং তাঁদের বাসস্থানগুলিতে হামলা চালায়। সূত্রের খবর অনুযায়ী, শিশু-সহ হিন্দুদের উপর আক্রমণ করার পাশাপাশি হিন্দুদের বাড়ি, গাড়ি এবং হিন্দুদের মালিকানাধীন সম্পত্তিও ভাঙচুর  করা হয়।

    আরও পড়ুন: পাকিস্তানে ত্রাণ সামগ্রী দেওয়ার নামে হিন্দু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত দুই মুসলিম যুবক

    এই হামলার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরেই ব্রিটেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ব্রিটেন পুলিশের সর্বশেষ আপডেট অনুযায়ী, পুলিশ এই ঘটনার এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।

    পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। রাস্তায় মানুষকে দাঁড় করিয়েও চলছে তল্লাশি। এই ঘটনার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। লেস্টার পুলিশ এক বিবৃতিতে বলেছে, “হিংসা ও ক্ষয়ক্ষতির বেশ কিছু ঘটনা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনার আরও তদন্ত করা হবে।“

    গত ২৮ অগাস্ট দুবাইতে ভারত ও পাকিস্তানের ম্যাচের (IND vs PAK) পরিপ্রেক্ষিতে স্থানীয় হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই তখন থেকেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের আগুন লেগেই ছিল।  শনিবার ও রবিবার এই সংঘর্ষ বিশাল আকার ধারণ করে। পুলিশ সূত্রে জানা যায়, হিন্দু ও তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে বিশেষত পাকিস্তানি মুসলিমরাই। হামলার বেশ কিছু ভিডিও ভাইরাল হতে শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সামনে আসতেই নেটিজেনরা এর তীব্র নিন্দা করেছেন।

  • Bengal Weather Update: মুখভার আকাশের! বৃহস্পতিবারও বৃষ্টি বিঘ্নিত সকাল, কবে থেকে রোদের দেখা?

    Bengal Weather Update: মুখভার আকাশের! বৃহস্পতিবারও বৃষ্টি বিঘ্নিত সকাল, কবে থেকে রোদের দেখা?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগে বর্ষার বৃষ্টি! আবহাওয়া দফতরের কথায়, নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। শহরের প্রবীণদের মত অবশ্য ভিন্ন। বর্ষায় সেভাবে বৃষ্টি হয়নি। তাই পুজোর আগে ভাসছে কলকাতা। তবে, কারণ যাই হোক, বৃহস্পতিবার সকালেও বৃষ্টি পিছু ছাড়ল না শহরবাসীর। সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের ঘনঘটা।

    আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ সকাল থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টিপাত হতে পারে। সকাল ৭টা থেকে বেলা ১০টা-১১টা পর্যন্ত তিন জেলায়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, পুজোর মুখেই ঘোষণা হতে পারে ডিএ?

    কবে থেকে মিলবে রোদের দেখা? সে বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার সারা দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুরের দিকে বৃষ্টি ধরতে পারে। বিকেলের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার কথা। তবে, মৎস্যজীবীদের এখনই সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন : বাড়ল ভারতের জিডিপি, প্রথম ত্রৈমাসিকে কত জানেন?

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অক্ষরেখা এমন ভাবে ছড়িয়ে রয়েছে, যে তার প্রভাবে এখনই বদল হচ্ছে না আবহাওয়ার। নিম্নচাপের অক্ষরেখা এখনও বিস্তৃত রয়েছে ছত্তীসগঢ় থেকে বাংলাদেশ পর্যন্ত। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই গিয়েছে। যার জেরে দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ ও কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Akhilesh Yadav: চিতা নিয়ে কটাক্ষ অখিলেশের, এসপি নেতার ‘অজ্ঞতা’ নিয়ে বিদ্রুপ বিজেপির

    Akhilesh Yadav: চিতা নিয়ে কটাক্ষ অখিলেশের, এসপি নেতার ‘অজ্ঞতা’ নিয়ে বিদ্রুপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) চিতা (Cheetah) ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাকে কটাক্ষ করে ট্যুইট করেছিলেন সমাজবাদী পার্টির (SP) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এবার তারই পাল্টা দেওয়া হল বিজেপির (BJP) তরফে। গেরুয়া শিবিরের এক নেতার বিদ্রুপ, অখিলেশকে পড়াতে গিয়ে যে পয়সা খরচ হয়েছে, তা পুরো বরবাদ হয়ে গিয়েছে।

    আরও পড়ুন : ৭০ দশক পর চিতা ফিরল দেশে, ছাড়া হল কুনো জাতীয় উদ্যানে

    ভারতে চিতার অস্তিত্ব লুপ্ত হয়েছে সাত দশক আগে। সম্প্রতি দেশে চিতা ফিরিয়ে আনতে নামিবিয়া থেকে সব মিলিয়ে আটটি চিতা নিয়ে আসা হয়। এর মধ্যে রয়েছে পাঁচটি পুরুষ, তিনটি স্ত্রী। ১৭ অগাস্ট, শনিবার প্রধানমন্ত্রীর জন্মদিনে সেগুলিকে ছাড়া হয় মধ্য প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। এদিনই ওই চিতাগুলির একটি ভিডিও শেয়ার করে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব ট্যুইট বার্তায় লেখেন, প্রত্যেকে অপেক্ষা করছিল গর্জন শুনবে বলে। কিন্তু দেখা গেল, এরা বাক্সের মধ্যে বিড়ালের মতো মিউমিউ করছে। এর পরেই অখিলেশের অজ্ঞতাকে কটাক্ষ করেন বিজেপি নেতা তথা বিজেপির দিল্লি মুখপাত্র অজয় শেরওয়াত। তিনি জানান, চিতা গর্জন করে না। পাল্টা ট্যুইট বার্তায় তিনি লেখেন, আপনি অষ্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন…সব পয়সা বরবাদ হয়ে গিয়েছে।

    অখিলেশকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরাও। কেউ কেউ তাঁকে শোধরাতে গিয়ে বলছেন, চিতা বাঘ, সিংহ কিংবা চিতাবাঘের মতো গর্জন করে না। কারণ তাদের প্রত্যেকের ভয়েস বক্সের গঠন আলাদা। কোনও কোনও ট্যুইটার ব্যবহারকারী আবার বলছেন, এটা অখিলেশের ভুল নয়। কারণ তিনি জানেন না ১৯৫২ সালেই দেশে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে। এদিকে, কুনো পার্কে চিতা ছাড়ার ঘটনায় লেগেছে রাজনীতির রং। কংগ্রেসের দাবি, চিতা ছাড়ার এই প্রজেক্ট মহমোহন সিংয়ের সরকারের আমলের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Hindu Temple Attacked in UK: ইংল্যান্ডে হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

    Hindu Temple Attacked in UK: ইংল্যান্ডে হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

    মাধ্যম নিউজ ডেস্ক: লেস্টারে (Leicester) ভারতীয় হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা করল ব্রিটেনে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian High Commission)। ঘটনার সঙ্গে অভিযুক্তদের দ্রুত কড়া শাস্তি দাবি করেছে হাই কমিশন। রবিবার লেস্টারের একটি হিন্দু মন্দিরে  ভাঙচুর (Hindu temple vandalized) চালায় জেহাদিরা। মন্দিরের চূড়ার পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলারও অভিযোগ ওঠে। 

    ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে বলা হয়েছে, “লেস্টারে বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ হিন্দু প্রতীকের অবমাননা করা হয়েছে এবং সংশ্লিষ্ট হিন্দু মন্দিরটি ভাঙচুর চালানো হয়েছে৷ আমরা সেই ঘটনারও প্রতিবাদ জানাচ্ছি ৷ আমরা বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলব৷ যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ আমরা আমাদের এই দাবি প্রশাসনকে জানাব৷ দোষীদের বিরুদ্ধে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সেই আবেদনও রাখব ৷ যাঁরা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, প্রশাসনকে বলব, তাঁদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হোক৷” 

    আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ইংল্যান্ডে দ্রৌপদী-হাসিনার সাক্ষাৎ

    জানা গিয়েছে অগাস্ট মাসে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত হয়। ক্রিকেট ম্যাচ ঘিরে পূর্ব ইংল্যান্ডের এই শহরে হঠাতই উত্তেজনা ছড়ায়। এই সময়ও এলাকায় বসবাসকারী ভারতীয়দের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। তাতে দেখা গিয়েছে, লেস্টারের পুলিশ দুই গোষ্ঠীর লোককে আটকানোর চেষ্টা করছে। দুই পক্ষকেই একে অপরের দিকে কাঁচের বোতল ছুঁড়তে দেখা যায় সেই ভিডিওতে। এছাড়া কিছু লোককে লাঠি হাতেও দেখা যায়।  

    তখনকার মতো অশান্তি খানিকটা ঠাণ্ডা হলেও, কয়েকদিন আগে সোস্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্টকে কেন্দ্র করে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে, গত শনিবার সন্ধে থেকে অশান্তি আবার মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। রবিবার রাতে লেস্টারে বসবাসকারী পাকিস্তানি জনগোষ্ঠীর কিছু মানুষ বেলগ্রেভ রোডের ওই মন্দিরের উপর হামলা চালায় বলে অভিযোগ। 

    ঘটনায় ইতিমধ্যে ৪৭ জনকে আটক করেছে লেস্টার পুলিশ। এদের মধ্যে ২০ বছর বয়সী এক যুককে ১০ মাসের জেলের সাজা দেওয়া হয়েছে। লেস্টার আদালতে আত্মসমর্পন করেন আমোস নরোনহা নামের ওই যুবক। তাঁর কাছে অস্ত্র ছিল বলেও স্বীকার করেছেন তিনি। 

    আরও পড়ুন: মন্দিরে ভাঙচুর, শিশুদের বন্দি! ইংল্যান্ডের লেস্টারে জেহাদি হামলার শিকার হিন্দুরা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share