Paris Paralympics: প্যারালিম্পিক্সের চতুর্থ দিনে জোড়া পদক! ২০০ মিটারে প্রীতির ব্রোঞ্জ, হাইজাম্পে রুপো নিশাদের

parliament_-_2024-09-02T095748321

মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিসে প্যারালিম্পিক্সের (Paris Paralympics) দৌড়ে এগিয়ে চলেছে ভারত। চতুর্থ দিনটা ভালোই গেল ভারতের জন্য। প্যারালিম্পিক্সে সুপার সানডে ভারতের শাটলারদের। গেমসের চতুর্থ দিনে ব্যাডমিন্টনে তিনটে রুপোর পদক জয় নিশ্চিত হয়ে গেল ভারতের। এবারে প্যারিস অলিম্পিক্সে ভারত পেয়েছিল ৬টি পদক। ইতিমধ্যেই সেই সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে প্যারালিম্পিক্সে (Paralympics 2024) ভারতের পদক জয়ের সংখ্যা। এখনও পর্যন্ত ৭টি পদক পেয়েছে ভারত। নিশ্চিত পদকের প্রত্যাশা করছেন অনেকেই। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্যাডমিন্টনে বাজিমাত

এতদিন প্যারালিম্পিক্সে (Paris Paralympics) ভারতের ছেলে শাটলাররাই পদক এনেছিলেন। মেয়েরা পিছিয়ে ছিলেন এবারই প্রথম পদক জেতা নিশ্চিত হয়েছে। মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি দুই ভারতীয়—মণীষা রামাদাস আর তুলাসিমাথি মুরুগেসান। এঁর মধ্যে একজন ফাইনালে উঠছেনই। যার অর্থ একটা কমপক্ষে রুপোর পদক প্রাপ্তি নিশ্চিত। ছেলেদের এসএল-৪ ক্যাটাগরির সেমিফাইনালেও প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই ভারতীয় সুকান্ত কদম আর সুভাষ যতিরাজ। সুভাষ টোকিওতে রুপো পেয়েছিলেন। এই ম্যাচে সুভাষ বা সুকান্ত যেই জিতুন, কমপক্ষে রুপো ভারতের ঘরেই আসবে। ছেলেদের ব্যাডমিন্টনের এসএল-৩ ক্যাটাগরির সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ভারতেরই নীতেশ কুমার। ফাইনালে তাঁর সামনে ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেল। অর্থাৎ নীতেশ ফাইনালে হারলেও রুপোর পদক পাচ্ছেনই। 

নজরে জ্যাভলিন

সোমবার রাতে ভারতের সকলের নজরে থাকবেন জ্যাভেলিন থ্রোয়ার সুমিত আন্টিল। টোকিওতে সোনা জেতার পরে বিশ্ব মিটে বিশ্বরেকর্ড সহ সোনা পেয়েছিলেন পানিপতের এই যুবক। বিশ্ব প্যারা জ্যাভেলিন মহলে তাঁকে নীরজ চোপড়ার সঙ্গে তুলনা করা হয়। নীরজ প্যারিসে সোনা ধরে রাখতে পারেননি। সুমিতকে নিয়ে এবার সোনার স্বপ্ন দেখছে ভারত। 

ইতিহাস প্রীতির

প্যারিসে (Paris Paralympics) এবার ইতিহাস লিখলেন ভারতের প্রীতি পাল। গতবার শ্যুটার অবনী লেখারা দুটি পদক জিতেছিলেন একই সংস্করণে। এবার ভারতের দৌড়বিদ প্রীতি পালও সেই একই নজির গড়ে ফেললেন। আগেই ১০০ মিটারে জিতেছিলেন পদক, এবার ২০০ মিটারেও দেশকে পদক এনে দিলেন প্রীতি। এদিকে টোকিও অলিম্পিক্সে জেতা নিজের রুপোর পদক এবারও নিজের দখলেই রাখলেন ভারতীয় হাইজাম্পার। হাইজাম্পে টি৪৭ বিভাগে রুপো জিতলেন ভারতের নিশাদ কুমার। প্রীতি ও নিশাদের সাফল্যকে কুর্নিশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share