Digital Banking: স্বাধীনতার অমৃতকালে ৭৫ জেলায় ৭৫ ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন মোদির

modi

মাধ্যম নিউজ ডেস্ক: ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং (Digital Banking) ইউনিট পেল দেশ। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আম জনতার জীবন যাতে সরল হয়, সেই কারণেই ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন, বলছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা একটি বিশেষ ধরণের ব্যাঙ্কিং সুবিধা। সব চেয়ে কম ডিজিটাল পরিকাঠামো থাকলেও মিলবে সব চেয়ে বেশি পরিষেবা। তিনি জানান, সরকার দুটো কাজ সমান্তরালভাবে করে চলেছে। প্রথমত, ব্যাঙ্কিং ব্যবস্থার উন্নতি ঘটানো হচ্ছে। ব্যাঙ্কিং ব্যবস্থাকে (Banking System) শক্তপোক্ত করা হচ্ছে। ব্যাঙ্কিং ব্যবস্থায় নিয়ে আসা হচ্ছে স্বচ্ছতাও। আর দ্বিতীয়, আমরা আর্থিক অন্তর্ভুক্তি করেছিলাম।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, দেশের ৭৫টি জেলায় সম পরিমাণ ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট স্থাপন করা হবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সরকারের তরফে এই ইউনিট স্থাপন করা হবে। সরকারের সেই ঘোষণাই বাস্তবায়িত হল এদিন। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমরা ঠিক করেছিলাম ব্যাঙ্ক নিজেই উজিয়ে যাবে দরিদ্র মানুষের ঘরের দোরগোড়ায়। সেই কারণে আমরা প্রথমেই দরিদ্র মানুষের সঙ্গে ব্যাঙ্কের দূরত্ব ঘোঁচাতে চেয়েছি। আমরা দৈহিক দূরত্বের পাশাপাশি মানসিক দূরত্বও ঘোঁচাতে চেয়েছি। ব্যাঙ্ককে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়ার সব চেয়ে বেশি চেষ্টাও করা হয়েছে। মোদি বলেন, বিশ্বব্যাঙ্ক বলে ডিজিটাইজেশনের মাধ্যমে ভারত সামজিক সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে নেতা হয়ে উঠেছে। এমনকি প্রযুক্তির ক্ষেত্রে যিনি সব চেয়ে সফল হয়েছেন, প্রযুক্তির জগতের বিশেষজ্ঞরাও ভারতের এই ব্যবস্থাকে উৎসাহ দিচ্ছেন। এর সাফল্য দেখে তাঁরাও বিস্মিত।

এদিন যে ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং (Digital Banking) ইউনিটের উদ্বোধন হয়েছে, তার মধ্যে দুটি জম্মু-কাশ্মীরে। এর মধ্যে একটি শ্রীনগরের লালচকে, অন্যটি জম্মুর ছান্নিরামা এলাকায়। জানা গিয়েছে, ডিজিটাল ব্যাঙ্কিংয়ের এই ইউনিটগুলিতে মিলবে সেভিংস অ্যাকাউন্ট খোলা, ব্যালেন্স চেক করা, প্রিন্ট পাশবই, তহবিল স্থানান্তর, স্থায়ী আমানতে বিনিয়োগ, ঋণের আবেদন, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের আবেদন, কর প্রদান সহ নানা পরিষেবা।

আরও পড়ুন: সকলের বোধগম্য হোক, আঞ্চলিক ভাষায় আইন লেখার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share