মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ রাজ্য গুজরাটে গিয়েছেন। সফরের প্রথম দিনেই বুধবার রাজধানী গান্ধীনগরে ডিফেন্স এক্সপো ২০২২ (Defence Expo 2022) উদ্বোধন করেছেন তিনি। এই ডিফেন্স এক্সপো উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বেসরকারী বড়ো কর্পোরেট সংস্থার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এমনকি স্টার্ট আপ সংস্থা এবং অস্ত্রশস্ত্র উৎপাদনকারী সরকারী সংস্থাগুলিকে সমন্বয় করে মিশন ডিফেন্স স্পেস (Mission Defence Space) কর্মসূচী ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে যে কোন শক্তিশালী দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দেশটির মহাকাশ প্রযুক্তির উন্নতি করা প্রয়োজন।
তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত এখনও মহাকাশ প্রযুক্তিতে আশানুরুপ উন্নতি করতে পারেনি। তিনি প্রযুক্তিগত এই প্রতিবন্ধকতাগুলিকে ৭৫ টি ভাগে ভাগ করেছেন। এবং তাঁর সমাধানের জন্য সরকারী সংস্থা গুলোর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি প্রায় ৩৫ টির মতো সমস্যাকে সমাধান করার জন্য স্টার্ট আপ কোম্পানিকে চিহ্নিত করেছেন, ২০ টির মতো সমস্যা সমাধানের জন্য সরকার আংশিক অর্থায়নে বেসরকারি সংস্থার হাতে এর সমস্যা সমাধানের ভার তুলে দেওয়া হয়েছে এবং বাকি ২০ টিতে সরকার সম্পূর্ণভাবে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[tw]
PM Shri @narendramodi launched Mission DefSpace with Defence Space Challenges.
75 related challenges will help develop innovative solutions for Defence forces in the Space domain. #DefExpoGujarat pic.twitter.com/4I3j0VX8CA
— BJP (@BJP4India) October 19, 2022
[/tw]
প্র্ধানমন্ত্রী আরও বলেন, আট বছর আগে ভারতকে বিশ্বের বৃহত্তম আমদানিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে মেক-ইন ইন্ডিয়া এই বিষয়টি বদলে দিয়েছে। গত আট বছরে প্রতিরক্ষা সরঞ্জাম ও উপকরণের ক্ষেত্রে আমাদের রফতানি আটগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৬০ টিরও বেশি উন্নয়নশীল দেশ ভারতের সাথে তাঁদের মহাকাশ প্রযুক্তির অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে। ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ এর একটি কার্যকর উদাহরণ। আগামী বছরের মধ্যে দশটি আসিয়ান দেশও ভারতের স্যাটেলাইট ডেটাতে রিয়েল টাইম অ্যাক্সেস পাবে।
[tw]
PM મોદીએ મિશન ડેફ સ્પેસને કર્યું લોન્ચ, જુઓ #DefenceExpo2022 #DefenceExpo @narendramodi #MissionDefSpace pic.twitter.com/hNAYtVo52a
— News18Gujarati (@News18Guj) October 19, 2022
[/tw]
তাঁর আরও সংযোজন, এই রফতানি শুধু কয়েকটি সংস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতীয় সংস্থাগুলো এখন বিশ্বব্যপী সরবরাহ শৃঙ্খলের (World Supply Chain) অংশ। অনেক দেশ এখন তেজসে আগ্রহ দেখাচ্ছে এবং আমাদের সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র,ইতালি এবং ইসরায়েলের মতো দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহ করছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, মহাকাশ প্রযুক্তির উন্নতির জন্য এই উদ্ভাবনী সমাধান প্রয়োজন।
ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের (Indian Space Association) ডিরেক্টর তথা এ কে ভাট বলেছেন যে প্রথমবারের মতো বেসরকারী কোম্পানিগুলি প্রতিরক্ষা বিভাগের মহাকাশ প্রযুক্তির উন্নতিতে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক, বেসরকারী কোম্পানি এবং ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে মহাকাশ প্রযুক্তির যাবতীয় চ্যালেঞ্জগুলি সমাধান করা হবে।
Leave a Reply