মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! চলতি বছরে, ভারতীয় রেলের অন্যতম বড় আকর্ষণ হল 'বন্দে ভারত এক্সপ্রেস' ট্রেন (Vande Bharat Express)। আর এই বন্দে ভারত ট্রেনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলেন পুরো দেশবাসী। কবে এই ট্রেনে যাত্রা শুরু হবে সেই আশায় দিন গুনছিলেন তাঁরা। তবে আর অপেক্ষা নয়, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই ট্রেন তার পথ চলা শুরু করবে। আর এই ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গুজরাটে (Gujarat) প্রথম বারের জন্য চালু হতে চলেছে বন্দে ভারত ট্রেন। আগামীকাল অর্থাৎ ২৯ অক্টোবর নরেন্দ্র মোদি দুদিনের জন্য গুজরাট সফরে যাবেন আর তখনই তিনি এই ট্রেনের সূচনা করবেন।
সূত্রের খবর অনুযায়ী, গুজরাট সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করার জন্য ফ্ল্যাগ অফ করবেন। একই সঙ্গে এদিন মোদিজি আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পেরও সূচনা করবেন। এর পাশাপাশি ৩০ সেপ্টেম্বর তিনি আরও বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। এই প্রকল্প গুলোতে মোট খরচ হয়েছে ২৯০০০ কোটি টাকা। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বিশিষ্ট নেতা-মন্ত্রীরা।
আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করার পর বন্দে ভারত এক্সপ্রেস করে কালুপুর রেলওয়ে স্টেশনে যাবেন এবং এরপর আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের ফ্ল্যাগ অফ করার পরে, কালুপুর স্টেশন থেকে দূরদর্শন কেন্দ্র স্টেশন পর্যন্ত মেট্রোতে যাত্রা করবেন। এই প্রকল্পগুলি চালু করার পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদে নবরাত্রি উৎসব উদযাপনেও যোগ দেবেন।
উল্লেখ্য, চলতি বছরেই গুজরাটে বিধানসভা নির্বাচন (Assembly Elections)। ১৯৯৫ সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার তাদের প্রধান প্রতিপক্ষ আপ। ফলে অনুমান করা হয়েছে, আসন্ন গুজরাট নির্বাচনের আগে রাজ্যবাসীকে একগুচ্ছ নতুন উপহার দিতেই মোদির এই দু’দিনের সফর।
এছাড়াও এই সফরেই তিনি মোদি ভাবনগরে বিশ্বের প্রথম সিএনজি টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ৩৬ তম ন্যাশানাল গেমসের উদ্বোধন ঘোষণা করবেন। এটি প্রথমবার গুজরাটে অনুষ্ঠিত হতে চলেছে। প্রধানমন্ত্রী আসন্ন গুজরাট সফরে ড্রিম সিটিরও সূচনা করবেন। এই প্রকল্পের লক্ষ্য, সুরাটে হীরার ব্যবসা আরও বেশি বৃদ্ধি করা। সুরাটে উদ্বোধন করা প্রকল্পগুলির মোট ব্যয় ৩,৪০০ কোটিরও বেশি। ভাবনগরে ৫,২০০ কোটির বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক উদ্যোগের উদ্বোধন করবেন। এছাড়াও তীর্থযাত্রীদের আম্বাজি মন্দির যাওয়ার সুবিধার্থে একটি ব্রডগেজ রেললাইনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন বলে জানা গিয়েছে। এরপর নিজেও তিনি আম্বাজি মন্দিরে যাবেন এবং সেখানে প্রার্থনা অনুষ্ঠান ও মহা আরতিতেও যোগ দেবেন।
+ There are no comments
Add yours