Prince Harry and William: ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানিকে শেষ বিদায়, সামরিক পোশাকে প্রিন্স উইলিয়াম ও হ্যারি

992252_683377_HArry911_updates

মাধ্যম নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর৷ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় রানিকে শেষ বিদায় জানানো হবে বলে ঘোষণা করেছে বাকিংহ্যাম প্যালেস। তাঁর আগেই প্রিন্স হ্যারি (Prince Harry) ও উইলিয়ামকে (William) ওয়েস্টমিনার হলে সামরিক পোশাকে দেখা গেল। গতকাল ব্রিটেনের দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথকে সম্মান জানাতে প্রিন্স উইলিয়াম ও হ্যারি তাঁদের অন্যান্য ভাইদের সঙ্গে সম্মান জানাতে ওয়েস্টমিনার হলে সামরিক পোশাক পরেছিলেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত প্রিন্স হ্যারিকে দেখা যাচ্ছিল সাধারণ পোশাকেই। ২০২০ সালের পর এই প্রথম বার সামরিকপোশাকে দেখা গেল হ্যারিকে।

যদিও শেষকৃত্যে যোগ দিতে পারলেও প্রিন্স হ্যারির ওপর সামরিক পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তাঁকে শনিবার সামরিক পোশাকেই দেখা যায়। প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে এসেছিলেন। তাই প্রিন্স হ্যারি সামরিক ইউনিফর্ম পড়ার অধিকারী নন বলে জানা যায়। যদিও এই প্রসঙ্গে অনেক বিতর্ক শুরু হয়েছিল ও পরে তাঁকে ও মিলিটারি পোশাকে দেখা যায়। জানা গিয়েছে তিনি রাজা তৃতীয় চার্লস শেষপর্যন্ত মিলিটারি পোশাক পরার অনুমতি দিয়েছেন। গতকাল এই সম্মান জানানোয় ব্রিটেনের বর্তমান রাজা চার্লস, প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিন্স অ্যান্ড্রুর কন্যা প্রিন্সেস বিট্রিস এবং ইউজেনি, প্রিন্সেস অ্যানের সন্তান পিটার ফিলিপস এবং জারা টিন্ডাল এবং প্রিন্স এডওয়ার্ডের সন্তান লুইস এবং জেমস।

আরও পড়ুন: তিনবার ভারত সফরে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ! ফিরে দেখা ঐতিহাসিক মূহূর্ত

রাজা চার্লসের দুই ছেলে ও বাকিরা কফিনের পাশে ১৫ মিনিটের জন্য নীরবতা পালন করেন। এছাড়াও হাজার হাজার মানুষ ২৪ ঘন্টারও বেশি সময় ধরে কফিনের সামনে দাঁড়িয়ে ছিলেন ও এবং রানীর প্রতি শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে, যা ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ছিল। রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানানোর জন্য ইতিমধ্যেই লন্ডনের সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। শহরের বিভিন্ন জায়গাও ঘিরে ফেলা হয়েছে এবং শেষকৃত্যের আগে অনেকগুলি রাস্তা বন্ধ হয়ে যাবে৷ এদিন প্রায় ৭ লক্ষ ৫০ হাজার মানুষের আসার কথা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share