Pro Kabaddi League: শুরু হচ্ছে প্রো-কাবাডি লিগ! জেনে নিন কখন, কোথায় দেখবেন

GATxLXYbsAAP5m4

মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) নয়া মরসুম। ২০১৪ সালে ভারতে চালু হওয়া প্রো-কাবাডি লিগ আইপিএলের পর দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রীড়া লিগ। আজ, শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে কাবাডির লড়াই। প্রো কাবাডি লিগের দশম মরসুমে ক্যারাভান ফর্ম্যাট অনুসরণ করা হবে। শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে তেলুগু টাইটান্স ও গুজরাট জায়ান্টস। তার আগে প্রো-কাবাডি লিগে অংশ নেওয়া ১২টি দলের অধিনায়কদের নিয়ে সবরমতী নদীর রিভার ক্রুজে হয়ে গলে উদ্বোধনী অনুষ্ঠান।

কাবাডি লিগের ইতিহাস

২০০৬ সালে এশিয়ান গেমসে কাবাডি (Pro Kabaddi League) প্রতিযোগিতার জনপ্রিয়তায় প্রভাবিত হয়ে ক্রিকেটের ন্যায় কাবাডিরও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়। ২০১৪ সালে আটটি দল নিয়ে প্রো কাবাডি লিগ শুরু হলেও ২০১৯ সালে জনপ্রিয়তায় সংখ্যা দ্বিগুন হয়ে বারোটি দল হয়ে যায়। তার পর থেকে এ পর্যন্ত ছয়টি দল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ সালে প্রো কবাডি লিগের মরসুমে ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার্স পুনেরি পল্টনকে হারিয়ে পাটনা পাইরেটসের পর দ্বিতীয় দল হিসেবে একাধিকবার কাবাডি লিগ জিতেছে। 

কোথায়, কখন কাবাডি

ভারতে প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) দশম সংস্করণ সরাসরি সম্প্রচারের অধিকার রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলির। ডিজনি+ হটস্টার মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে প্রো কাবাডি লিগ ২০২৩। আজ, শনিবার, ২ ডিসেম্বর প্রো কবাডি লিগের উদ্বোধনী ম্যাচ খেলবে গুজরাট জায়ান্টস বনাম তেলুগু টাইটান্স এবং অন্য ম্যাচে মুখোমুখি হবে ইউ মুম্বা বনাম ইউপি ওয়ারিরাস। দুই মাসব্যাপী এ প্রতিযোগিতা চলবে এবং শেষ হবে ২১ ফেব্রুয়ারি, বুধবার।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share