Puri Ratna Bhandar: এবার খোলা হবে পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’, ঘোষিত হল দিনক্ষণ

jagannath_temple

মাধ্যম নিউজ ডেস্ক: ফের খোলা হবে পুরীর রত্নভান্ডার। বৃহস্পতিবার ১৮ জুলাই পুরীর রত্নভান্ডার পুনরায় খোলা হবে। পুরীর রত্নভান্ডারের (Jagannath Mandir) তদারকিতে থাকা উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ রথ জানান, ওই দিন পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’ খোলা হবে। সকাল ৯টা ৫১ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিটের মধ্যে এই সময় রত্নভান্ডার (Puri Ratna Bhandar) খোলার সময় নির্ধারণ করা হয়েছে। তবে সমস্ত আলমারি ও সিন্দুক সরানো সম্ভব নয়। কারণ এর জন্য প্রচুর মানুষ ও সময়ের প্রয়োজন। শুধুমাত্র মূল্যবান সামগ্রী সিন্দুক সহ অস্থায়ী রত্নভান্ডারে সরানো হবে বলে জানা গিয়েছে।

রত্নভান্ডারের নজরদারিতে সিসিটিভি ক্যামেরা (Puri Ratna Bhandar)

ইতিমধ্যেই অস্থায়ী রত্নভান্ডারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অস্থায়ী রত্নভান্ডারে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরও জানা গেছে, প্রথম দিন রত্নভান্ডার খোলার জন্য যে চাবি দেওয়া হয়েছিল তা কাজ করেনি। রত্নভান্ডারে তিনটি তালা দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি সিল করা ছিল দুটি সিল ছিল না। যার ফলে পুরনো তালা গুলি ভেঙে ফেলা হয় এবং নতুন তালা লাগানো হয়। নতুন চাবি গুলি ট্রেজারিতে রেখে দেওয়া হয়।

জগন্নাথ মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে (Jagannath Mandir)  

ওড়িশার আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, “রত্নভান্ডার (Puri Ratna Bhandar) খোলার প্রক্রিয়াকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে ‘বহিঃরত্ন ভান্ডারে’ থাকা সমস্ত মূল্যবান সামগ্রী বের করে অস্থায়ী রত্ন ভান্ডারে রাখা হবে। এরপর ‘ভিতর রত্ন ভান্ডার’ খোলা হবে এবং সেখানকার মূল্যবান সামগ্রী অস্থায়ী রত্ন ভান্ডারে রাখা হবে। এরপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Jagannath Mandir)  পুনর্নির্মাণের কাজ শুরু করবে। প্রসঙ্গত ১৪ জুলাই ৪৬ বছর পর রত্নভান্ডার খোলা হয়। তালা গুলি ভেঙে ১১ দলের সদস্য সিন্দুক এবং আলমারি থেকে মূল্যবান সামগ্রী বের করে নিয়ে আসেন। তবে সিন্দুক গুলি একেবারে তুলে নিয়ে এসে অস্থায়ী রত্ন ভান্ডারে রাখা হয়। তবে ‘বহুধা যাত্রা’ এবং ‘সুনা বেশ’ থাকায় এখনও সিন্দুক থেকে মূল্যবান সামগ্রির মূল্যায়নের কাজ শুরু হয়নি।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share