Rahul Gandhi: হেরাল্ড কাণ্ডে তলব ইডির, আর কী কী মামলা রাহুলের বিরুদ্ধে?

rahul

মাধ্যম নিউজ ডেস্ক:  ন্যাশনাল হেরাল্ড (Natiaonal Herald) মামলায় বেআইনি ভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। কিন্তু বিদেশে থাকার জন্য ২৪ ঘণ্টার নোটিসে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়, বলে জানিয়ে দেন রাহুল। শুক্রবার রাহুলকে নতুন নোটিস পাঠিয়েছে ইডি। আগামী ১৩ জুন তাঁকে ইডি-র দফতরে হাজির হতে বলা হয়েছে। বুধবার পাঠানো ইডি-র (ED) ওই নোটিসে আগামী ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীকে (Sonia Gandhi)। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত নোটিস পাঠানো হচ্ছে না বলে ইডি সূত্রের খবর।

এক ঝলকে দেখে নেওয়া যাক রাহুল গান্ধীর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে—

ন্যাশনাল হেরাল্ড মামলা: 

জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে ২০১৩ সালে, মনমোহন সিংয়ের সময় দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। যার মূল হোতা ছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে ৯০ কোটি টাকা দেনা ছিল তাদের। যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া।

২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করে সোনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ সংস্থা। যার পর ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের দখলে চলে আসে। ৯০ কোটি টাকা দেনার বোঝাও চাপে তাদের ঘাড়ে। এর কিছু দিন পর ‘দেনার টাকা উদ্ধার করা সম্ভব নয়’ বলে কারণ দেখিয়ে কংগ্রেসের তরফে ঋণের টাকা মকুব করে দেওয়া হয়। এখানেই আপত্তি তোলে বিজেপি।

তাঁর যুক্তি, কংগ্রেস রাজনৈতিক দল। তাদের কোনও কর দিতে হয় না। কোনও বাণিজ্যক সংস্থাকে ঋণ দেওয়াও তাদের এক্তিয়ারের বাইরে। ২০১৫-র গোড়ায় মামলার তদন্তের ভার যায় ইডি-র হাতে। যদিও কংগ্রেস নেতৃত্বের পাল্টা দাবি, ইয়ং ইন্ডিয়া অলাভজনক সংস্থা। এই সংস্থা কোনও মালিককে ডিভিডেন্ট (মুনাফার ভাগ) দিতে পারে না। কোনও সম্পত্তির হাতবদল বা আর্থিক লেনদেনও হয়নি। বস্তুত, প্রথম দফার তদন্তের পর ইডি কংগ্রেসের দাবিকেই মান্যতা দিয়ে মামলাটি বন্ধ করার সুপারিশ করেছিল। কিন্তু সেই সিদ্ধান্ত খারিজ করে তড়িঘড়ি ইডি-র তৎকালীন অধিকর্তা রাজন কাটোচকে সরিয়ে দেওয়া হয়। আবার তদন্ত শুরি করে ইডি।

আরও পড়ুন: ৩২ বছর ধরে দেশসেবা, ‘অবসর’ অক্ষয়, নিশাঙ্কের

ভিওয়ান্ডির আদালতে মামলা:

ন্যাশনাল হেরাল্ড মামলা ছাড়াও বেশ কয়েকটি মামলা রয়েছে রাহুল গান্ধীর নামে। মহাত্মা গান্ধীর মৃত্যুর জন্য দায়ী রাষ্ট্রীয় সমাজসেবক সঙ্ঘ (RSS)! ২০১৪ সালে এক বক্তৃতায় এমনই অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যার জেরে তাঁর বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন আরএসএস কর্মী রাজেশ কুন্তে। ভিওয়ান্ডি আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয়। যদিও সেই মামলাতে মামলাকারীকেই ১ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় প্রথম শ্রেণির বিচার বিভাগীয় আদালত।

সুরাট আদালতে মামলা:

২০১৯ লোকসভা নির্বাচনের আগে এপ্রিল মাসে কর্নাটকের একটি নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন যে, “সব চোরেদেরই পদবি মোদি”। তাঁর (Rahul Gandhi) মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুরাট আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলাতে (Modi surname) আদালতে হাজিরা দিয়ে নিজের পক্ষে যুক্তি দেন রাহুল গান্ধী। ২০১৯ সালের ভোটের প্রচার চলাকালীন তৎকালীন কংগ্রেস (Congress) সভাপতি কর্নাটকের কোলারের এক সভায় ছড়া কেটে বলেছিলেন, “নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরেদের নামেই মোদি কেন থাকে?” কংগ্রেস নেতার সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন একাধিক বিজেপি নেতা। তাঁদের বক্তব্য ছিল, এই মন্তব্য করে প্রাক্তন কংগ্রেস সভাপতি গোটা মোদি (Modi) সম্প্রদায়কেই অপমান করেছেন। পাটনায় বিহারের তৎকালীন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি (Sushil Modi) এবং সুরাটে বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।  কয়েক বছর ধরে সেই মামলা চলছে সুরাটের আদালতে।

রাফাল (Rafale) চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল গত লোকসভা নির্বাচনের প্রচারে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছিলেন । রাহুলের এই স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানহানির মামলা করেছিলেন BJP সাংসদ মীনাক্ষী লেখি । রাহুলকে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

আসানসোল আদালতে মামলা:

‘হিন্দু বনাম হিন্দুত্ববাদী’ মন্তব্যের জন্য সম্প্রতি বিপাকে পড়েছেন রাহুল গান্ধী। পীযূষকান্তি গোস্বামী নামক আসানসোলের এক আইনজীবী রাহুলের বিরুদ্ধে মামলা করেছেন।  পীযূষকান্তির অভিযোগ, গত ১২ এবং ১৯ ডিসেম্বর রাজস্থান ও উত্তর প্রদেশের দুটি সভায় হিন্দুত্ববাদীদের প্রসঙ্গ টেনে রাহুল বলেছিলেন, ক্ষমতার লোভে হিন্দুত্ববাদীরা সত্যকেও ভুলে যায়। দেশের দুর্দশার জন্য এরা দায়ী। ওয়েনাড়ের সাংসদের এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে অভিমত পীযূষের। আসানসোল আদালতে এই মামলাটি চলছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share