Rashid Latif: ‘‘ভাইয়ের বাড়ির পাশেই থাকি’’! দাউদ-যোগ উস্কে দিল্লির দাবিতে সিলমোহর প্রাক্তন পাক ক্রিকেটারের

parliament_(23)

মাধ্যম নিউজ ডেস্ক: দাউদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্কিত বিবৃতি দিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ। দাউদকে আন্ডারওয়ার্ল্ডের ‘ভাই’ বলে ভারতকে ভয় দেখাতে গিয়ে নিজেই বেকায়দায় পড়লেন লতিফ। তাঁর মন্তব্য ঘিরে সোশ্যাল সাইটে সমালোচনার ঝড় উঠেছে। রশিদ লতিফ বলেছেন যে তিনি করাচিতে সন্ত্রাসবাদী দাউদের বাসভবনের কাছাকাছিই থাকেন। তাই তাঁর বা তাঁদের সঙ্গে ‘পাঙ্গা’ না নেওয়াই ভালো। লতিফের এই মন্তব্যের পর বিপাকে পাকিস্তানও। দাউদ যে করাচিতে রয়েছেন দীর্ঘদিন ধরে তা অভিযোগ করে আসছে ভারত। কিন্তু অস্বীকার করেছে পাকিস্তান। লতিফের মন্তব্য, কার্যত ভারতের দাবিকেই মান্যতা দিল।

কী বলেছেন লতিফ

আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। ভারত জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠানো হবে না। লতিফ এর আগে ভারতকে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সেমিফাইনাল খেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ভারত পাকিস্তানে দল পাঠাবে না শুনে বেজায় চটেছেন প্রাক্তন পাক ক্রিকেটার। সম্প্রতি ইউটিউবে কট বিহাইন্ড শো-এ হাজির ছিলেন লতিফ। আলোচনার সময় এই অনুষ্ঠানের আয়োজক নিয়াজ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের অবস্থানের উল্লেখ করেছিলেন। তারপরই লতিফ পরোক্ষভাবে ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘‘কার সঙ্গে ছলচাতুরি করছ? আমি ভাইয়ের বাড়ির কাছেই থাকি।’’

ভারতের দাবিকেই মান্যতা

রশিদ করাচিতে থাকেন। তাঁর এই মন্তব্য কার্যত দাউদের করাচিতে থাকার ইঙ্গিত দিয়েছে, বলেই অভিমত নানা মহলের। এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সমালোচনার মুখেও পড়েছেন লতিফ। উল্লেখ্য, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের একজন। তিনি করাচিতে বসবাস করছেন বলে বহুদিন ধরেই ভারত অভিযোগ করে চলেছে। কয়েক বছর ধরে, পাকিস্তান ধারাবাহিকভাবে দাউদকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের দাবি উড়িয়ে দিচ্ছে। দাউদ ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীদের অন্যতম। ওই বিধ্বংসী হামলায় ২৫৭ জন ভারতীয় প্রাণ হারিয়েছিলেন। দাউদকে নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার জন্য ভারতের একাধিক অনুরোধ সত্ত্বেও, পাকিস্তান সমস্ত দাবি প্রত্যাখ্যান করে। এবার লতিফের খোলামেলা স্বীকারোক্তি কার্যত ভারতের দাবিতেই সিলমোহর দিল। দাউদ পাকিস্তানেই রয়েছে, তা মেনে নিলেন লতিফ। একইসঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কেন পাকিস্তানে দল পাঠাতে নারাজ তা-ও ফের বুঝতে পারল ক্রিকেট-বিশ্ব।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share