Rishabh Pant: প্লাস্টিক সার্জারি হয়েছে ঋষভ পন্থের, সাড়া দিচ্ছেন চিকিৎসায়, জানাল হাসপাতাল

pant_accident

মাধ্যম নিউজ ডেস্ক: বাঁ চোখের ভ্রু-র ওপর প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) হল তারকা ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant)। চিকিৎসায় তিনি ভাল সাড়া দিচ্ছেন বলেও জানিয়েছেন ঋষভের চিকিৎসায় থাকা চিকিৎসকরা। এদিকে, এই দুর্ঘটনার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ থেকে বাদ পড়তে পারেন ঋষভ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ফেব্রুয়ারির ৯ তারিখে, নাগপুরে।

দুর্ঘটনার নেপথ্যে…

শুক্রবার কাকভোরে দু্র্ঘটনার কবলে পড়ে ঋষভের গাড়ি। চোট লাগে তাঁর মাথায়, পিঠে, হাঁটুতে। দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন পন্থের মা সরোজ পন্থ ও বোন সাক্ষী। তাঁরা রয়েছেন পন্থের সঙ্গে। শনিবার ঋষভকে দেখতে হাসপাতালে যান দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোশিয়েশনের আধিকারিকদের একটি দল। এই দলে ছিলেন ওই সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। তিনি বলেন, পন্থ ভাল রয়েছেন। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। বাঁ চোখের ভ্রু-র ওপর প্লাস্টিক সার্জারি হয়েছে, দুর্ঘটনায় যেখানটা কেটে গিয়েছিল।

পন্থ (Rishabh Pant) উইকেটরক্ষক। শুক্রবার তিনি দিল্লি থেকে ফিরছিলেন উত্তরাখণ্ডে, তাঁর বাড়িতে। আচমকাই ঘটে দুর্ঘটনা। তাঁর গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পর উইন্ডস্ক্রিন ভেঙে কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসেন ঋষভ। তার পরেই আগুন লেগে যায় তাঁর গাড়িতে।

আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

শ্যাম শর্মা বলেন, বিসিসিআইয়ের চিকিৎসকদের একটি দল হাসপাতালের মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পরিস্থিতির ওপর নজর রাখছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহও। ঋষভকে এখনই দেরাদুন থেকে সরানো হচ্ছে না। তিনি বলেন, যেহেতু ঋষভের ডান হাঁটুর লিগামেন্টে আঘাত লেগেছে, তাই তাঁর সুস্থ হতে কিছু সময় লাগবে। তাঁকে যথা সম্ভব সেরা চিকিৎসাটাই দেওয়া হবে। এদিন অভিনেতা অনুপম খের এবং অনিল কাপুরও হাসপাতালে গিয়েছিলেন ঋষভকে (Rishabh Pant) দেখতে। এদিকে, ফেব্রুয়ারির ৯ তারিখে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই সিরিজে ঋষভের জায়গায় কাকে নেওয়া হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই দৌড়ে রয়েছেন কোনা ভরত, ইন্ডিয়া এ দলের সেকেন্ড কিপার উপেন্দ্র যাদব এবং হোয়াইট বল স্পেশালিস্ট ঈশান কিষান।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share