মাধ্যম নিউজ ডেস্ক: এবার নিয়োগ-দুর্নীতি জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)। জম্মু-কাশ্মীর পুলিশের সাব ইনস্পেক্টর নিয়োগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাল সিবিআই (CBI)। এদিন জম্মু, শ্রীনগর, হরিয়ানা, গান্ধীনগর, গাজিয়াবাদ, বেঙ্গালুরু, দিল্লি-সহ মোট ৩৩টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা।
আরও পড়ুন: সবাইকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ! সেজের কর্মীদের জন্য নতুন ভাবনা কেন্দ্র সরকারের
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর,জম্মু কাশ্মীর নিয়োগ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান খালিদ জাহাঙ্গিরের বাড়িতে এদিন তল্লাশি চালান গোয়েন্দার। জেকেএসএসবির (জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড) কন্ট্রোলার অফ এক্সামিনেশন অশোক কুমারের বাড়িতেও অভিযান চলে। এছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশের কয়েকজন কর্মকর্তা, একজন ডিএসপি (ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ) এবং সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স)-সহ বেশ কয়েকজনের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই।
আরও পড়ুন: ব্রিটিশ ঔপনিবেশিকতার সুখ্যাতি, মার্কিন অ্যাঙ্করকে মোক্ষম জবাব শশী থারুরের
গত মার্চ মাসে জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। জুনে পরীক্ষার ফল বের হয়। এরপরেই দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। অগাস্ট মাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তদন্তভার তুলে দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। মোট ৩৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। উল্লেখ্য, বেঙ্গালুরুর একটি সংস্থাকে এই নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড। তাই বেঙ্গালুরুতেও তল্লাশি চালায় গোয়েন্দারা। জম্মু কাশ্মীর সিলেকসন বোর্ড এবং বেঙ্গালুরুর সংস্থার বিরুদ্ধে কয়েকজন পরীক্ষার্থীকে বেআইনি সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, ৩০ লক্ষ টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়। পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় জম্মু,রাজৌরি এবং সাম্বা থেকে প্রচুর পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। যা নিয়েও প্রশ্ন ওঠে। বিতর্ক দানা বাঁধে। নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয় অনেকেই। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব তুলে দেয় রাজ্য প্রশাসন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply