মাধ্যম নিউজ ডেস্ক: এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি (Salman Rushdie)। তাঁর আরোগ্য কামনা করে ট্যুইট করেছিলেন আর এক সাহিত্যিক হ্যারি পটারের (Harry Potter) স্রষ্টা জেকে রাউলিং (JK Rowling)। এবার হামলার হুমকি দেওয়া হল তাঁকেও। তাঁরই করা ট্যুইটের নীচে হুমকি দিয়ে লেখা হয়েছে, এরপর আপনার পালা।
রুশদির ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইটারে একটি পোস্ট করেছিলেন হ্যারি পটারের স্রষ্টা। তিনি জানিয়েছিলেন, বর্ষীয়ান সমমনের জখম হওয়ার খবরে অসুস্থ বোধ করছেন। রুশদির দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। সেই ট্যুইটের নীচেই জনৈক ইউজার লেখেন, ভাববেন না। এরপর আপনার পালা। ওই ট্যুইটার হ্যান্ডেল থেকেই সলমন রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের প্রশংসাসূচক পোস্টও করা হয়েছে। ইউজারের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন রাউলিং। অন্য একটি পোস্টে লেখিকা জানান, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ওই ইউজারকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। অনেকেই তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান হ্যারি পটারের স্রষ্টা।
আরও পড়ুন :ভালো নেই সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখ
দিন দুই আগে নিউইয়র্কের একটি অনুষ্ঠান চলাকালীন হামলার শিকার হন রুশদি। ভারতীয় বংশোদ্ভূত এই লেখক যখন মঞ্চে গিয়ে ভাষণ দিচ্ছিলেন, তখন আচমকাই এক যুবক সেখানে পৌঁছে গিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে শুরু করেন রুশদিকে। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রুশদির এজেন্ট অ্যান্ড্রু উইলি জানান, রুশদির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সামান্য কথাও বলেছেন। করেছেন স্বভাবসিদ্ধ রসিকতাও। ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাঁকে। রুশদি যে আগের তুলনায় ভালো আছেন, ট্যুইটবার্তায় তা জানিয়েছেন তাঁর বন্ধু সাহিত্যিক আতিশ তাসির। সেখান থেকেই জানা গিয়েছে, রুশদি এখন আর ভেন্টিলেশনে নেই। কথা বলেছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রুশদির লিভার, স্নায়ু এবং একটি চোখে গুরুতর চোট রয়েছে।
এদিকে, রুশদির হামলাকারী বছর চব্বিশের হাদি মাতারকে আটক করেছে পুলিশ। নিউ জার্জির ওই বাসিন্দার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, সে শিয়া চরমপন্থী।
+ There are no comments
Add yours