Saudi Arabia: সস্তা হবে সোনা, তামা? সৌদি আরবে মিলল দুই খনি

cankha7o_gold-generic_625x300_23_September_22

মাধ্যম নিউজ ডেস্ক:  সৌদি আরবে (Saudi Arabia) মিলল সোনা ও তামার খনি। মক্কায় পাওয়া গেল এই খনিগুলি। সম্প্রতি, সৌদি আরবের ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, মদিনার আবা-আল-রাহা অঞ্চলে পাওয়া গিয়েছে সোনার খনির সন্ধান। আর মদিনার ওয়াদি-আল-ফারা (Wadi Al-Faraa) অঞ্চলের আল-মাদিক এলাকার চারটি স্থানে মিলেছে তামার খনির হদিশ। সৌদি আরবের রাজপরিবারের তরফে জানানো হয়েছে, সোনা ও তামার খনির সন্ধান মেলায় বিশ্বের এক বিরাট বিনিয়োগের দরজা খুলে গেল দেশে। সরকার বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: অপারেশন মেঘচক্র, শিশু পর্নোগ্রাফি রুখতে দেশজুড়ে অভিযান সিবিআই- এর

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক স্তরে নতুন এই খনিগুলি বিনিয়োগকারীদের (Invetment) দৃষ্টি আকর্ষণ করবে বলেই আশা করছে সরকার। তাদের ধারণা, খনিতে বিনিয়োগ হবে অন্তত ৫.৩৩ লক্ষ কোটি টাকা। কর্মসংস্থান হতে পারে চার হাজার মানুষের। দাম কমতে পারে সোনা ও তামার।

আরও পড়ুন: ‘যুদ্ধ থামান’, রাষ্ট্রসংঘে রাশিয়াকে আর্জি জয়শঙ্করের

সৌদির ভূতত্ত্ববিদ সমবায় সমিতির চেয়ারম্যান (Chairman) আবদুল আজিজ জানান, সৌদিতে ৫ হাজার ৩০০টিরও বেশি স্থানে আবিষ্কার হয়েছে বিভিন্ন খনি। সেই খনিগুলিতে মূল্যবান পাথর সহ নানা গুরুত্বপূর্ণ আকরিকের সন্ধান মিলেছে। এর মধ্যে যেমন সোনা এবং তামা রয়েছে, তেমনি রয়েছে অফুরান তেলও। 

সৌদি আরবের প্রিন্স (Saudi Prince) মহম্মদ বিন সালমন জানিয়েছেন ২০৩০ সালের মধ্যে তৈল সমৃদ্ধ দেশ সৌদি আরবের আমূল বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খনি শিল্প (Mine Industry)। সরকারের প্রাথমিক লক্ষ্যই হল গবেষণা ও উন্নয়নমূলক খাতে বিনিয়োগ করা। রাজপরিবারের বাণিজ্য ও খনিজ সম্পদ মন্ত্রক ৩ হাজার ২০০ কোটি টাকা বিদেশি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে।

আরও পড়ুন : সজাগ থাকুন’, কানাডাবাসী ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share