Salt Lake: বিধাননগরে সম্পত্তি কর এক লাফে তিনগুণ! জেনে নিন নতুন হার

Bidhannagar-Municipality-office

মাধ্যম নিউজ ডেস্ক: অ্যানুয়াল বা বার্ষিক ভ্যালুয়েশন (AV) একই রয়েছে, বেড়েছে কর! বিধাননগরে (Bidhannagar) সম্পত্তি কর (Property Tax) রশিদ পেয়ে হতবাক বাসিন্দারা। নতুন কর কাঠামোয় (New tax regime) কোনও কোনও বাসিন্দাকে গুনতে হচ্ছে প্রায় তিনগুণের বেশি অঙ্ক। বিধাননগর পুরসভার (Bidhannagar municipal corporation) লক্ষ্য, নতুন কর কাঠামোর ফলে সম্পত্তি কর বাবদ আদায়, বর্তমান অর্থ বছরে ৯ কোটি টাকা বেড়ে দাঁড়াবে ২৫ কোটিতে। গত আর্থিক বছরে সম্পত্তি কর বাবদ আদায় ছিল প্রায় ১৬ কোটি টাকা।

সম্প্রতি বিধাননগরে ২০২২-২৩ অর্থবর্ষের সম্পত্তি করের রশিদ দেওয়ার কাজ শুরু হয়েছে। নতুন জমানায় নতুন করের হার। গত অর্থবর্ষে যিনি মোটামুটি ৭০০ টাকার মত সম্পত্তি কর দিতেন, এবার তাঁর কাছে এসেছে ২৩০০ টাকার বিল। যদিও তাঁরা স্বীকার করছেন, কলকাতার (KMC) তুলনায় ট্যাক্সের হার কম। তবে তাঁদের দাবি, কর দামি হলেও আগেভাগে বাসিন্দাদের জানানো উচিত ছিল। বাড়তি কর দিতেও আপত্তি নেই অনেকের। অভিযোগ, বিধাননগর পুরসভার (BMC) কর্তৃপক্ষের উচিত ছিল ট্যাক্সের রশিদের বণ্টনে সব বাসিন্দাদের কাছে, নয়া ট্যাক্স-কাঠামো সংক্রান্ত নোটিফিকেশন পাঠানো।

যদিও বিধাননগর কর্তৃপক্ষের দাবি, “বাড়ি বা ফ্ল্যাটের ভ্যালুয়েশনের কোনও বদল করা হয়নি। সম্পত্তি করের ক্ষেত্রে, ১৯৯৭ সালের পুরনো ভ্যালুয়েশনই বজায় থাকছে। তবে বাড়ানো হয়েছে করের হার। যা হয়েছে আইন মেনেই। সে কারণেই নোটিফিকেশনের কোনও প্রয়োজন নেই।”

কেমন হল সম্পত্তি করের নতুন হার?

যে সব বাসিন্দাদের সম্পত্তির বার্ষিক ভ্যালুয়েশন (AV) ৯৯৯ টাকার মধ্যে, তাঁদের সম্পত্তি কর, AV/১০০+১০%
যে সব বাসিন্দাদের সম্পত্তির বার্ষিক ভ্যালুয়েশন (AV) ৯৯৯ টাকার বেশি, তাঁদের দিতে হবে, AV/১০০০+২০%

আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে বিধাননগর পুরসভার সম্পত্তি করের রশিদে। কর অনাদায়ে বা সময় পেরিয়ে গেলে ১০% হারে জরিমানাও দিতে হবে বাসিন্দাদের।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share