Sukanta Majumdar: ‘তৃণমূল নেতাদের রাঁধুনি হলেও মিলবে ৬০ লক্ষ টাকা’! কটাক্ষ সুকান্তর

রাজ্যে কৃষকদের অবস্থা নিয়েও সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি
Sukanta_Majumdar
Sukanta_Majumdar

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। গ্রামে গ্রামে প্রচার অভিযান চালাচ্ছে বিজেপি। রবিবার বিজেপির বুথ স্বশক্তিকরন কর্মসূচিতে শালবনি গেলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিনই শালবনির প্রচার সভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন সুকান্ত। তাঁর কথায় , "তৃণমূল নেতাদের বাড়ির রাঁধুনি হলেও ৬০ লক্ষ টাকা পাওয়া যাবে। অনুব্রত মণ্ডলের রাঁধুনির অ্যাকাউন্টে যদি ৬০ লক্ষ টাকা পাওয়া যায়, তাহলে বেকার যুবক-যুবতীরা এবার কী সেই কাজ করবেন?"  

সুকান্ত যা বললেন

এদিন কখনও পায়ে হেঁটে, কখনও বাইক চালিয়ে  দলের সশক্তিকরণ কর্মসূচিতে দিনভর শালবনি চষে বেড়ালেন সুকান্ত (Sukanta Majumdar)। শালবনির পিড়াকাটায় বাইক মিছিলে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত নিজেই বাইক চালিয়ে নেতৃত্ব দেন মিছিলের। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। যান শালবনির ভাউদি, কাশিজোড়া প্রভৃতি জায়গায়। কর্মসূচি থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি। গ্রামের মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি। জঙ্গলমহলের মহিলাদের নিয়ে একটি ছোট সভারও আয়োজন করা হয়। সেখানে মহিলাদের কথাও শোনেন তিনি। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির গ্রেফতারিকে 'রাজনৈতিক' বলে ব্যাখ্যা করেন সুকান্ত।

আরও পড়ুুন: গুরুদ্বারে অস্ত্র মজুত, রিহ্যাব সেন্টারের আড়ালে 'খাডকু' তৈরি করতেন অমৃতপাল?

রাজ্যে কৃষকদের অবস্থা নিয়েও সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত (Sukanta Majumdar)। তাঁর কথায়, "অন্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের কৃষকদের গুলিয়ে ফেলা ঠিক নয়। এখানে মূলত ছোট জমির মালিক, ছোট চাষি,ভাগ চাষি রয়েছে।" তাঁর মতে, এখানে আলু চাষিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। আলুর চাষ থেকে তৃণমূল নেতারা কাটমানি খাচ্ছে বলেও দাবি তাঁর। এদিন চন্দ্রকোনায় মৃত আলু চাষি তাপস রুইদাসের  পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন সুকান্ত।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles