Sundar Pichai: ‘ভারত আমারই এক অংশ’, পদ্মভূষণ পেয়ে বললেন সুন্দর পিচাই

Sundar_Pichai

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। শিল্প ও বাণিজ্য বিভাগে তাঁর অবদানের কারণে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত করা হল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু সুন্দর পিচাইয়ের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন। পুরস্কার দিয়ে তিনি বলেন, “মাদুরাই থেকে এত দূর পর্যন্ত সুন্দর পিচাইয়ের এই যাত্রা বিশ্ব মঞ্চে ভারতের প্রতিভা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ।”

আরও পড়ুন: ‘বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা’, ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

কী বললেন সুন্দর? 

পুরস্কার পাওয়ার পর সুন্দর পিচাই (Sundar Pichai) বলেন, “ভারত বরাবরই আমার একটি বড় অংশ। সরকার তথা দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রযুক্তি নিয়ে তাঁর উদ্যোগ এবং দূরদর্শিতাকেও কুর্নিশ জানান। তিনি বলেন, “আমি গুগল এবং ভারতের মধ্যে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। আরও বেশি মানুষের কাছে আমরা প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই। আমরা সম্প্রতি ভারতের ডিজিটাল উন্নয়নের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছি। এর মাধ্যমে আরও সস্তায় ইন্টারনেট অ্যাক্সেস সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি সমস্ত ছোটবড় ব্যবসাকেই ডিজিটাল রূপান্তরিত হতে সহায়তা করব।”

 


তিনি (Sundar Pichai) আরও বলেন, “আমি ভাগ্যবান যে এমন একটা পরিবারে জন্মেছি, যেখানে জ্ঞান ও শিক্ষাকে এভাবে লালন করা হয়েছিল।” পাশাপাশি নিজের অভিভাবকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁরা সুন্দরের স্বপ্নকে সত্যি করতে বহু আত্মত্যাগ করেছিলেন। 

প্রসঙ্গত, খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই (Sundar Pichai)। তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন সুন্দর। ২০০৪ সালে গুগলের সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীতে তিনি ওই সংস্থার সিইও হন। পরে সার্চ ইঞ্জিনটির সত্বাধিকারী সংস্থা Alphabet Inc-এর ‘চিফ এগজিকিউটিভ অফিসার’ পদেও আসীন হন তিনি। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

   

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share