Sunil Chhetri: সুনীলের বিদায়ী ম্যাচ, কলকাতায় কুয়েত ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা

parliament_-_2024-05-24T093304019

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৬ জুন কলকাতায় শেষ হতে চলেছে ভারতীয় ফুটবলের এক অধ্যায়। সুনীল ছেত্রী (Sunil Chhetri), আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতা শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন। সেই ম্যাচকে সুনীলের জন্য স্মরণীয় করে রাখতে চান কোত স্টিমাচ। একই ইচ্ছা সতীর্থদেরও। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) খেলায় ওই ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ভারত। সুনীলকে জয় উপহার দিতে মরিয়া সতীর্থরা। প্রস্তুতি নিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও। 

দল ঘোষণা

কলকাতায় নিজের বিদায়ী ম্যাচ খেলবেন বলে জানিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করলেন ভারতের ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। প্রাথমিক ভাবে ৪০ সদস্যের দল ঘোষণা করেছিলেন তিনি। তাঁদের নিয়ে ভুবনেশ্বরে চার সপ্তাহের শিবির চলছে। ৪০ জনের মধ্যে আট জনকে আগেই ছেড়ে দিয়েছিলেন কোচ। বাকি ৩২ জনের মধ্যে ২৭ জনকে নিজের দলে রেখেছেন তিনি। ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে প্রস্তুতি সারবেন এই ফুটবলারেরা। তার পরে কলকাতা আসবেন তাঁরা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন 

আগামী, ৬ জুন কুয়েতের বিরুদ্ধে খেলার পরে ১১ জুন কাতারে গিয়ে তাদের বিরুদ্ধে খেলবে ভারত। সেই দল এখনও জানাননি কোচ। এই দুই ম্যাচের উপরেই নির্ভর করছে ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifier) পরের রাউন্ডে যাবে কি না। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না স্টিমাচ। সুনীলের জন্য আপাতত কলকাতায় কুয়েতের বিপক্ষে জয় চান কোচ। দলের ফুটবলারদের কাছে তিনি আবেদন করেছেন, জিতে সুনীলকে (Sunil Chhetri) বিদায় জানাতে।

আরও পড়ুন: কনিষ্ঠতম ভারতীয় কন্যা! মাত্র ১৬ বছরে এভারেস্ট শৃঙ্গজয় দ্বাদশ শ্রেণির কামিয়ার

ভারতের ২৭ জনের দল

গোলরক্ষক— গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার— অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দর গহলৌত, নিখিল পুজারি, রাহুল ভেকে, শুভাশিস বসু।

মিডফিল্ডার— অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং।

স্ট্রাইকার— ডেভিড, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share