NEET PG 2022: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

Supreme_Court_of_India

মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারি উচ্চশিক্ষার প্রবেশিকা স্নাতকোত্তর নীট (NEET PG 2022) পরীক্ষা পেছানোর আর্জি খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। পূর্ব নির্ধারিত দিন, অর্থাৎ ২১ মে-তেই হবে নীট স্নাতকোত্তর। পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্যে আদালতে আর্জি জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ।

শীর্ষ আদালত জানিয়েছে, “পরীক্ষা পিছিয়ে গেলে বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তা তৈরি হবে। অসংখ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতগ্রস্থ হবে। চিকিৎসা ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হবে।”  আদালতের দাবি, এবছর ২ লক্ষ ৬ হাজার ডাক্তারি উচ্চশিক্ষা প্রার্থী পরীক্ষায় বসার জন্যে আবেদন করেছেন। পরীক্ষা স্থগিত হয়ে গেলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্থ হবে। 

২০২১ সালের নীট স্নাতকোত্তরের কাউন্সেলিংয়ের সঙ্গেই পরীক্ষা হওয়ার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশিকা পরীক্ষা (Entrance Exam) পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই মামলায় শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, “যেসব পরীক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন এখন পরীক্ষা পিছিয়ে দিলে তাঁরা দিশেহারা হয়ে পড়বেন। এছাড়া পরীক্ষা পিছিয়ে দিলে চিকিৎসা ব্যবস্থাও ব্যপকভাবে প্রভাবিত হবে।” 

আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

আগামী ২১ মে নীট পরীক্ষার দিন ধার্য হয়। কিন্তু কাউন্সেলিং এবং পরীক্ষার মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় পড়ার সময় পাবেন না পরীক্ষার্থীরা, এই কারণ দেখিয়ে পরীক্ষা পেছানোর আর্জি জানায় ইন্ডিয়ান মেডিক্যাল  অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া উচিৎ পরীক্ষার্থীদের, বলে দাবি  জানায় আইএমএ।  

২০২১- এর ২৫ অক্টোবর নীট পিজির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হলেও আসন সংরক্ষণ সংক্রান্ত জটিলতায় আবার তা পিছিয়ে যায়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট ওই কাউন্সেলিং বাতিল করে নতুন করে ৩১ মার্চ কাউন্সেলিং করার নির্দেশ দেয়। কাউন্সেলিং দেরিতে হওয়াতেই পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়েছিল আইএমএ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share