Suvendu Adhikari: ‘‘সিআরপিসি, আইপিসি-র অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র’’! দাবি শুভেন্দুর

suvendu4

মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানার মতো রাজ্যে সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি) এবং আইপিসি (ভারতীয় দণ্ডবিধি)-র ব্যাপক অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কোলাঘাটে এমন দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, আগামী ২-৩ মাসে এই বিষয়ে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।

শুভেন্দুর দাবি

রাজ্য পুলিশ শাসকের দলদাস হিসেবে কাজ করে বলে অতীতেও বার বার আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। বুধবার কোলাঘাটের সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বললেন, ‘‘জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এসে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছে। বলেছে এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে।’’ এরপরই তিনি বলেন, ‘‘এই রাজ্যে সিআরপিসি, আইপিসি-র ব্যাপক অপব্যবহার হচ্ছে। তবে কেন্দ্র বিষয়টি নিয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে। তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি যে ভাবে আইনের অপব্যবহার করছে, তা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। আমি যেটুকু আমার সূত্র মারফত জানতে পেরেছি, আর বড়জোড় দু-তিন মাস লাগবে এই জিনিস বন্ধ হতে।’’

ময়নায় বন্‌ধ সফল

পূর্ব মেদিনীপুরে ময়নায় শাসকদলের বিরুদ্ধে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের অভিযোগ তুলে বুধবার সেখানে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি। এই ধর্মঘটের মধ্যেই বিকেলে কোলাঘাটে নিজের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার এবং শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, বুধবারের বন্‌ধ সফল হয়েছে। তিনি বলেন, ‘‘গোটা জেলা জুড়ে অবরোধ-বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কোনও তৃণমূল নেতা-কর্মীদেরই ময়দানে দেখা যায়নি। বিজেপি নেতাকে প্রকাশ্যে পিটিয়ে মারার পর কোনও মানুষই আর তৃণমূলের পাশে নেই। তাই জেলা জুড়ে তৃণমূল ঘরে গুটিয়ে রয়েছে।’’

আরও পড়ুন: ‘‘এ জন্যই কি দেশের হয়ে পদক জিতলাম’’! মধ্যরাতে যন্তর মন্তরে পুলিশ-কুস্তিগির খণ্ডযুদ্ধ

জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে সুর চড়িয়ে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমাদের নির্দেশ ছিল, পুলিশের নিচুতলার কর্মীরা যাতে কোনওভাবে শারীরিকভাবে আক্রান্ত না হন। আমাদের কর্মীরা সেই কাজ করেননি। কারণ, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে। পুলিশের নিচুতলার কর্মীরা উপলক্ষ্য মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছেন অমর নাথের মতো কিছু দলদাস আইপিএস অফিসার। তাঁদের ব্যবস্থা আমরা ঠিক সময়ে আইনি পথে করব।’’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share