Suvendu Adhikari: ‘শুধু আমলার স্ত্রীই নন, ভিক্টোরিয়ায় যেন অনুষ্ঠানের সুযোগ পান অন্য শিল্পীরাও’, রাজ্যপালকে আবেদন শুভেন্দুর

suvendu-adhikari

মাধ্যম নিউজ ডেস্ক: ভিক্টোরিয়া মেমরিয়ালে গানের অনুষ্ঠান করেছেন রাজ্যের আমলা মণীশ জৈনের স্ত্রী রুচিরা জৈন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যেহেতু এই স্মৃতি সৌধের ট্রাস্টির চেয়ারপার্সন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose), তাই তাঁর কাছেই আর্জি জানিয়েছেন শুভেন্দু। তাঁর আর্জি, শুধু আমলার স্ত্রীই নন, ভিক্টোরিয়ায় যেন অনুষ্ঠানের সুযোগ পান অন্য শিল্পীরাও। ওয়াকিবহাল মহলের মতে, শুভেন্দুর এই আবেদন আদতে রাজ্যপালের ওপর চাপ জারি রাখার কৌশল।

সি ভি আনন্দ বোস…

সি ভি আনন্দ বোসের আগে রাজ্যপাল পদে ছিলেন জগদীপ ধনখড়। পরে উপরাষ্ট্রপতি হয়ে চলে যান তিনি। তাঁর জায়গায় রাজ্যপাল পদে আসেন সিভি আনন্দ বোস। তার পরেই রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে বঙ্গ বিজেপি। স্বপন দাশুগুপ্তের মতো নেতারা আগেই বলেছেন, জগদীপ ধনখড়ের বিকল্প খুঁজে পাওয়া ভার। তার পরেই সরস্বতী পুজোয় রাজ্যপালের বাংলা শেখার হাতে খড়ি অনুষ্ঠানে জয় বাংলা মন্তব্য নিয়ে শোলগোল পড়ে যায়। তৃণমূলেক বিঁধে রাজ্যপালের শব্দ চয়ন নিয়ে সতর্ক হওয়ারও পরামর্শ দিয়েছিলেন শুভেন্দু।

আরও পড়ুুন: ‘ক্ষমা চান, না হলে নবান্ন অভিযান হবে’, মতুয়া বিতর্কে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি পরিষদের 

রুচিরার সঙ্গীতানুষ্ঠান নিয়ে ট্যুইট-বার্তায় শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, শ্রীমতি রুচিরা জৈন, শ্রী মণীশ জৈন (আইএএস) এর স্ত্রী, প্রধান সচিব, স্কুল শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান করবেন। আমি মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অনুরোধ করব পশ্চিমবঙ্গের অন্যান্য গায়ক ও সঙ্গীতশিল্পীদের একই সুযোগ দেওয়ার জন্য।

রাজ্যপালের প্রতি বিরোধী দলনেতার (Suvendu Adhikari) আবেদন, ঐতিহ্যবাহী মেমরিয়ালের ট্রাস্টির চেয়ারপার্সন হিসেবে আশা করব এরপর ভিক্টোরিয়ায় পশ্চিমবঙ্গের প্রতিভাবান সঙ্গীতশিল্পীরাও অনুষ্ঠান করার সুযোগ পাবেন। গান গাইতে পারবেন, ভাওয়াইয়া, চটকা, ভাদু, টুসু, জাওয়া, ঝুমুর, আলকাপ, বোলান, পাঞ্চালুর মতো লোকশিল্পীরাও। ভিক্টোরিয়ার মতো জায়গায় এঁরা নিজেদের মেলে ধরার সুযোগ পেলে উপকৃত হবেন। শুভেন্দুর অভিযোগ, বিভিন্ন কাগজে রুচিরা জৈনের গানের অনুষ্ঠানের প্রচারের খরচ জুগিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share