Tag: Bengali news

Bengali news

  • Sunita Williams: সুনীতাদের আনতে মহাকাশে পৌঁছল স্পেসএক্সের যান, ফিরছেন বুধবার

    Sunita Williams: সুনীতাদের আনতে মহাকাশে পৌঁছল স্পেসএক্সের যান, ফিরছেন বুধবার

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীতে ফিরছেন সুনীতারা (Sunita Williams)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। সুনীতাদের আনতে ক্রিউ-১০-এর চার মহাকাশচারী সেখানে নেমেছেন। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নভশ্চর সুনীতা উইলিয়াম এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরের সঙ্গে তাঁদের দেখাও হয়েছে। ইতিমধ্যে সেই মুহূর্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত করা হয়েছে। এত দিন পরে সহকর্মীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন সুনীতারা। তাঁদের উচ্ছ্বাসের বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।

    নাসার তরফে সমাজমাধ্যমে ভিডিও প্রকাশ (Sunita Williams)

    নাসার তরফে সমাজমাধ্যমে ওই ভিডিও প্রকাশও করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মহাকাশযানের দরজা খুলে একে একে বেরিয়ে আসছেন চার মহাকাশচারী। মহাকাশে ভাসতে ভাসতে একে অপরকে জড়িয়ে ধরছেন তাঁরা। কেউ কেউ উচ্ছ্বাসে হাততালিও দিয়ে উঠছেন। সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ার পরেই সুনীতা (Sunita Williams) জানান, তাঁদের আসতে দেখে তিনি ভীষণ খুশি। এটি ‘একটি অসাধারণ দিন’ বলে উল্লেখ করেন তিনি। নাসা ইতিমধ্যে জানিয়েছে, স্পেসএক্সের ড্র্যাগন মহাকাশযানের দরজা খুলেছে রবিবার ভারতীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে। এদিন ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ ওই মহাকাশযানটি মহাকাশ স্টেশনে পৌঁছয়।

    আগামী বুধবার ভারতীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ফেরার কথা

    নাসা সূত্রে খবর, আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনীতা (Sunita Williams)-সহ চার জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান। সুনীতাদের সঙ্গে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ।মাত্র আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে মহাকাশযানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরে নাসা সিদ্ধান্ত নেয়, ওই মহাকাশযানে সুনীতারা ফিরবেন না। ফলে মহাকাশে আটকে পড়েন সুনীতা এবং বুচ। তাঁদের আট দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হয়ে গেল ন’মাসে।

  • Canada: কানাডার নয়া মন্ত্রিসভায়ও জয়জয়কার ভারতীয় বংশোদ্ভুতদের

    Canada: কানাডার নয়া মন্ত্রিসভায়ও জয়জয়কার ভারতীয় বংশোদ্ভুতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার (Canada) নয়া মন্ত্রিসভায়ও জয়জয়কার ভারতীয় বংশোদ্ভুতদের (Indian Origin Ministers)। জাস্টিন ট্রুডো সরকারের পতনের পর কানাডার প্রধানমন্ত্রী পদে বসেছেন মার্ক কার্ন। তাঁর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বছর চল্লিশের অনিতা আনন্দ ও বছর ছত্রিশের কমল খেরা। কমল হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অনিতা হয়েছেন উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী। প্রসঙ্গত, ট্রুডোর মন্ত্রিসভায়ও ছিলেন এই দুই ভারতীয় বংশোদ্ভুত।

    নয়া মন্ত্রিসভায় দিল্লির কমল (Canada)

    কমলের জন্ম দিল্লিতে। স্কুলে পড়ার সময়ই তিনি চলে যান কানাডায়। টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন বিজ্ঞানে। ২০১৫ সালে প্রথমবার ব্রাম্পটন ওয়েস্ট থেকে সাংসদ নির্বাচিত হন কমলা। কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে কমলের বিষয়ে লেখা হয়েছে, তিনি পেশায় নার্স ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর এক্স হ্যান্ডেলে কমল লিখেছেন, “নার্স হিসেবে আমি সব সময় রোগীদের পাশে থাকার চেষ্টা করতাম। স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও তা-ই করে যাব। আমার ওপর আস্থা রাখার জন্য মার্ক কার্নেকে ধন্যবাদ।”

    রাজনীতিতে আসার আগে টরেন্টোর সেন্ট জোসেফ হেল্থ সেন্টারের অঙ্কোলজি বিভাগের নার্স ছিলেন কমল। অতিমারির সময় তিনি ফের তুলে নেন স্বাস্থ্য সেবাদানের দায়িত্ব (Canada)। ব্রাম্পটনের এক হাসপাতালে নার্স হিসেবে কাজে যোগ দেন তিনি। ট্রুডো মন্ত্রিসভায় কানাডার অভ্যন্তরীণ উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক ও জাতীয় রাজস্ব মন্ত্রকের পার্লামেন্টারি সচিব ছিলেন কমল। এবার তিনি স্বাধীনভাবে সামলাবেন স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব।

    অনিতার জন্মই কানাডায়

    কার্নের মন্ত্রিসভার আর এক ভারতীয় বংশোদ্ভুত অনিতার জন্মই কানাডায়। ১৯৮৫ সালে তাঁর পরিবার চলে যান কানাডায়। নোভা স্কটিয়ায় জন্মেছিলেন অনিতা। ট্রুডোর পরে কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন তিনিই। পেশায় আইনজীবী অনিতা নয়া মন্ত্রিসভায় সামলাবেন উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রকের দায়িত্ব। মন্ত্রী হওয়ার আগে তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। ২০১৯ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন। জাতীয় প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে অনিতা লিখেছেন, “নয়া মন্ত্রক পেয়ে আমি গর্বিত। নেতিবাচক মনোভাব নিয়ে কিছু ভালো করা যাবে না।” বরং (Indian Origin Ministers) ঐক্যবদ্ধ হয়ে কানাডা ও কানাডার অর্থনীতিকে মজবুত করার ডাক দিয়েছেন তিনি (Canada)।

  • Pakistan Blast: চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে ফের বিস্ফোরণ পাকিস্তানে, নিহত প্রবীণ ধর্মগুরু

    Pakistan Blast: চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে ফের বিস্ফোরণ পাকিস্তানে, নিহত প্রবীণ ধর্মগুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে ফের বিস্ফোরণ পাকিস্তানে (Pakistan Blast)। শনিবারের বিস্ফোরণে হত হয়েছেন এক প্রবীণ ধর্মগুরু (Cleric Killed)। জখম হয়েছেন তিনজন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মাদ্রাসা-কাম-মসজিদে ঘটে বিস্ফোরণের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-ইসলামের প্রতিষ্ঠাতা মুফতি মুনির শাকিরের। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ আসিম এক ভিডিও বার্তায় বলেন, “মুফতি শাকিরকে সংকটজনক অবস্থায় এলআরএইচ-এ আনা হয়েছিল। আঘাতের কারণে মৃত্যু হয়েছে তাঁর।”

    ধর্মীয় মাদ্রাসায় বিস্ফোরণ (Pakistan Blast)

    পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি পেশোয়ার জেলার উরমুর বালা গ্রামের একটি ধর্মীয় মাদ্রাসায় ঘটে। পুলিশের এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ, বম্ব নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সন্ত্রাসবিরোধী বিভাগের সদস্যরা। ঘটনাস্থলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর বিস্ফোরণের নিন্দা করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পুলিশের কাছে। দোষীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি (Pakistan Blast)। এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ইহতেশাম আলি মুফতি মুনির শাকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

    মুফতি মুনির শাকিরের মৃত্যু

    তিনি বলেন, “মুফতি মুনির শাকিরের শহিদ হওয়ার খবর শুনে গভীরভাবে মর্মাহত। মুফতি মুনির শাকির তাঁর আঘাতের কারণে মৃত্যুবরণ করেছেন।” তিনি শহিদ হয়েছেন। প্রসঙ্গত, ২০০৮ সালে নিষিদ্ধ করা হয় লস্কর-ই-ইসলাম। এটি খাইবারের উপজাতীয় অঞ্চলের বারা-ভিত্তিক একটি জঙ্গি সংগঠন। এর নেতৃত্বে ছিল মঙ্গল বাঘ। ২০০৪ সালের ডিসেম্বর মাসে লস্কর-ই-ইসলাম গঠন করেন বারার এক স্থানীয় আলেম মুফতি শাকির। মাত্র ছ’মাস পর, তাঁর চরমপন্থী মতাদর্শ ও স্থানীয় কমান্ডার হাজি নামদারের সঙ্গে মতবিরোধের জেরে তাঁকে বার ক্বামবারখেল এলাকা থেকে বহিষ্কার করা হয়।

    ২০০৫ সালের শুরুর দিকে মুফতি শাকির ও পীর সাইফুর রহমানের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় (Cleric Killed) প্রবীণদের একটি উপজাতীয় পরিষদের সর্বসম্মত রায়ে দুজনকেই বারা থেকে চলে যেতে বাধ্য করা হয় (Pakistan Blast)।

  • Pakistan News: বালোচ বিদ্রোহীদের নিয়ে জেরবার পাক সেনা, এবার হামলার হুঁশিয়ারি দিল টিটিপি

    Pakistan News: বালোচ বিদ্রোহীদের নিয়ে জেরবার পাক সেনা, এবার হামলার হুঁশিয়ারি দিল টিটিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র আঘাতে জেরবার পাকিস্তান সরকার (Pakistan News)। এ বার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি)। প্রসঙ্গত, সম্প্রতি বালোচিস্তানের বোলানে বালোচ বিদ্রোহীদের হাতে জাফর এক্সপ্রেসের অপহরণের ঘটনা ঘটে। এরপরেই টিটিপির এই হুঁশিয়ারি পাক সরকারের বড় ‘মাথাব্যথার’ কারণ হয়ে উঠেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ (Pakistan News)।

    পাক সেনার ওপর আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছে এই জঙ্গি গোষ্ঠী

    পাকিস্তানের বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম (Pakistan News) সূত্রের খবর মিলেছে, পাক সেনার ওপর আত্মঘাতী হামলার পরিকল্পনাও করছে এই জঙ্গি সংগঠন। টিটিপি এই অভিযানের পোশাকি নাম রেখেছে ‘অল-খন্দক’। এনিয়ে এক বিবৃতিও জারি করেছে টিটিপি। ওই বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে অত্যাধুনিক অস্ত্রসমেত হামলা চালাবে সংগঠনের প্রশিক্ষিত সদস্যরা। শুধু তা-ই নয়, ওই জঙ্গি সংগঠন আরও জানিয়েছে নিখুঁত নিশানা, গেরিলা যুদ্ধ এবং আত্মঘাতী হামলার জন্য তাদের বাছাই করা সদস্যদের প্রস্তুত করা হচ্ছে। প্রসঙ্গত, দিনকয়েক পাঞ্জাব প্রদেশে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালায় পাক সেনা (Punjab Province)। সেই সময় টিটিপির দুই সদস্যকে গ্রেফতার করে তারা। তখনই আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল ধৃতরা। এমনটাই দাবি করেছে পাক সেনা।

    বালোচ বিদ্রোহীরাও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে (Pakistan News)

    পাক সেনার (Pakistan News) এই অভিযানের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই পাল্টা হুঁশিয়ারি দেয় টিটিপি জঙ্গি সংগঠন। এমন ধরনের হুঁশিয়ারি আসায় সতর্ক হয়েছে পাক সেনাও। ঘটনা হল, দু’দিন আগেই বালোচ বিদ্রোহীরাও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে। বালোচ বিদ্রোহীদের হুঁশিয়ারি, বালোচিস্তানের কোনও মানুষের ওপর যদি পাক সেনা হামলা চালায়, বালোচ বিদ্রোহীদের গায়ে যদি একটিও আঁচড় লাগে, তা হলে তারা পরবর্তী নিশানা করবে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরকে। এমন হুঁশিয়ারিতে কার্যত উদ্বিগ্ন পাক সেনা। বালোচ বিদ্রোহীদের সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে আবার নতুন করে টিটিপি হুঁশিয়ারি দিল।

  • Aurangzebs Tomb: দাবি ঔরঙ্গজেবের সমাধি অপসারণের! মহারাষ্ট্রে করসেবা করার হুঁশিয়ারি ভিএইচপি-র

    Aurangzebs Tomb: দাবি ঔরঙ্গজেবের সমাধি অপসারণের! মহারাষ্ট্রে করসেবা করার হুঁশিয়ারি ভিএইচপি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে ছত্রপতি সম্ভাজি নগরের খুলদাবাদে অবস্থিত হল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি (Aurangzebs Tomb)। এই সমাধি অপসারণের দাবি উঠেছে বিভিন্ন মহলে। স্থানীয়দের মতে, এই সমাধি হল আসলে অত্যাচার ও দাসত্বের প্রতীক। এই আবহে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) আরও জোরাল দাবি তুলেছে। সংগঠনের নেতাদের মতে, রাজ্য সরকার যদি পদক্ষেপ না করে তবে তাদের কর্মীরা ওই স্থানের করসেবা করবে।

    ১৭ মার্চ স্মারকলিপি (Aurangzebs Tomb)

    এখানেই না থেমে থেকে আগামীকাল অর্থাৎ ১৭ মার্চ হিন্দুত্ববাদী সংগঠনগুলি একত্রিত হয়ে রাজ্য সরকারকে এনিয়ে স্মারক লিপিও দেবে বলে জানিয়েছে। আইনি ব্যবস্থা মেনেই এই সংগঠনগুলি ওই স্থানে করসেবা করতে চায় বলে জানিয়েছে। এর পাশাপাশি রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনেরও হুঁশিয়ারিও দিয়েছে তারা। ভিএইচপি-র নেতাদের মতে, এই স্থান শতাব্দীর নিপীড়ন, নৃশংসতা এবং দাসত্বের প্রতীক (Bajrang Dal)।

    ঘৃণা এবং নির্যাতনের স্মারক! দাবি ভিএইচি নেতার (Aurangzebs Tomb)

    প্রসঙ্গত, গত সপ্তাহেই মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে এবং প্রাক্তন সংসদ সদস্য (এমপি) নবনীত রানা ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি করেন। পরবর্তীকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন। তবে সবটাই তিনি আইন মেনে করার পক্ষপাতী। কারণ ওই স্থান বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই)-এর আওতায় রয়েছে। সুরক্ষিত। শনিবার পুনেতে এক সাংবাদিক সম্মেলনে, ভিএইচপি-র পশ্চিম মহারাষ্ট্রের নেতা কিশোর চৌহান ঔরঙ্গজেবের সমাধিস্থলকে হিন্দুদের উপর বিশ্বাসঘাতকতা, ঘৃণা এবং নির্যাতনের স্মারক (Aurangzebs Tomb) বলে অভিহিত করেন। তিনি বলেন, “ঔরঙ্গজেবের নিষ্ঠুরতা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি তাঁর নিজের পিতাকে বন্দী করেছিলেন। তাঁর ভাইদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হিন্দু মন্দির ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন। তাঁর সমাধির অস্তিত্ব কেবল তাঁর নৃশংসতার প্রতীক। মহারাষ্ট্র সরকারকে তা অপসারণের জন্য অবিলম্বে পদক্ষেপ করতে হবে। যদি সরকার এটি অপসারণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ‘করসেবা’ করে এটি করব। যেমনটি আমরা রাম জন্মভূমি আন্দোলনের সময় দেখেছি।”

  • Amit Shah: “ইন্দিরার বিরুদ্ধে স্লোগান দেওয়ায় জেলে যেতে হয়েছিল”, বললেন অমিত শাহ

    Amit Shah: “ইন্দিরার বিরুদ্ধে স্লোগান দেওয়ায় জেলে যেতে হয়েছিল”, বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দিনের সফরে উত্তর-পূর্ব ভারতে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবারই অসমে (Assam) গিয়েছেন তিনি। শনিবার অসমের ডেরগাঁওতে লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে শাহ বলেন, “অসমে কংগ্রেস সরকারের আমলে আমি মারও খেয়েছি। সেই সময় হিতেশ্বর সইকিয়া অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগানও দিয়েছিলাম।”

    শাহ উবাচ (Amit Shah)

    পূর্বতন কংগ্রেস সরকারের সঙ্গে বর্তমান বিজেপি-শাসিত অসমের তুলনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অসমে সাতদিন আমায় জেলের খাবার খেতে হয়েছিল। সারা দেশ থেকে মানুষ এসেছিলেন অসমকে বাঁচাতে। আজ অসম উন্নয়নের পথ ধরে এগিয়ে চলছে।” প্রসঙ্গত, অসমে দু’দফায় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের হিতেশ্বর সইকিয়া। প্রথমবার ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল এবং তারপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। হিতেশ্বর জমানার কথা তুলে ধরে শাহের কটাক্ষ, ওরা রাজ্যে শান্তি আনতে দেয়নি।

    ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা

    এদিকে, আজ, রবিবার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এটি পূর্ববর্তী ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে চালু করা হয়েছে। শনিবার রাতটি মিজোরামে কাটিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অসম রাইফেলসের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

    রবিবার তিনি দিনটি (Amit Shah) শুরু করবেন কোক্রাঝারে সফরের মাধ্যমে। সেখানে তিনি অল বোডো স্টুডেন্টস ইউনিয়নের ৫৭তম বার্ষিক সম্মেলনে ভাষণ দেবেন। প্রসঙ্গত, আবসু ঐতিহাসিক বোডো শান্তি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল পাঁচ বছর আগে।

    জানা গিয়েছে, এদিন দুপুরে শাহ পৌঁছবেন গুয়াহাটিতে। সেখানে অসম, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সভাপতিত্ব করবেন। প্রসঙ্গত, গত মাসে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর মণিপুর রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকায় বৈঠকে রাজ্যের (Assam) প্রতিনিধিত্ব কে করবেন, তা জানা যায়নি (Amit Shah)।

  • Pakistan: ফের ভারত বিরোধী জঙ্গি খতম পাকিস্তানে! গুলিতে নিহত রাজৌরি হামলার মাস্টারমাইন্ড কাতাল

    Pakistan: ফের ভারত বিরোধী জঙ্গি খতম পাকিস্তানে! গুলিতে নিহত রাজৌরি হামলার মাস্টারমাইন্ড কাতাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হামলায় পাকিস্তানে (Pakistan) খতম ভারত বিরোধী জঙ্গি। নিহত লস্কর-ই-তৈবার জঙ্গি আবু কাতাল। জানা গিয়েছে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় প্রথম সারিতেই ছিল এই জঙ্গির নাম। ২৬/১১-র মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত কাতাল। তার সঙ্গে মিলে একাধিক হামলা পরিচালনাও করেছিল কাতাল। জম্মু ও কাশ্মীরে বহু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে ছিল কাতালের নাম। শনিবার রাতেই পাকিস্তানে মৃত্যু হল কাতালের।

    পাকিস্তানে (Pakistan) একাধিক নাম নিয়ে ঘুরত এই কুখ্যাত ভারত বিরোধী জঙ্গি

    একাধিক সংবাদমাধ্যমে দাবি, শনিবার পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় ছিল কাতাল। গাড়ি করে যাওয়ার সময়েই কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। কাতালের পাশাপাশি তার গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে কাতালের খুনের পিছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, পাকিস্তানে (Pakistan) একাধিক নাম নিয়ে ঘুরত এই কুখ্যাত ভারত বিরোধী জঙ্গি কাতাল। ফয়সল নাদিম, কাতাল সিন্ধি নামেও তাকে ডাকা হত। গতকাল শনিবার রাতে তার দেহ উদ্ধার করা হয় ঝিলামের ডিনা এলাকা থেকে। জানা গিয়েছে, কাতালকে লস্কর-ই-তৈবার (Lashkar E Taiba) প্রধান অপারেশনাল কমান্ডার হিসাবে নিযুক্ত করে হাফিজ।

    জম্মু-কাশ্মীরে একাধিক হামলার নেপথ্যে ছিল কাতাল

    গত বছরের ৯ জুন রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হামলা চালানো হয়েছিল। সূত্রের খবর, কাতালই সেই হামলার পরিকল্পনা এবং পরিচালনা করে। এ ছাড়াও, ২০২৩ সালে রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলার অন্যতম চক্রী ছিল কাতাল। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র এই সংক্রান্ত চার্জশিটে রয়েছে কাতালের নাম। কাতালের পরিকল্পনায় (Lashkar E Taiba) রাজৌরির গ্রামে যে হামলা চালানো হয়, তাতে দুই শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছিল। এনআইএ-র চার্জশিটে উল্লেখ করা হয়, কাতাল তার সঙ্গীদের নিয়ে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে হামলার জন্য লস্কর জঙ্গিদের পাকিস্তান (Pakistan) থেকে পাঠাত।

  • Donald Trump: ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ আমেরিকার, মৃত অন্তত ২৩

    Donald Trump: ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ আমেরিকার, মৃত অন্তত ২৩

    মাধ্যম নিউজ ডেস্ক: ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ আমেরিকার। এই হামলার পর অন্তত ২৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমের। নিহতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধেই মূলত অভিযান ট্রাম্পের (Donald Trump)। হুঁশিয়ারির সুরে ইরানের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্টের বার্তা, “আপনারা থামুন, না হলে আকাশ থেকে নরক বর্ষণ হবে।” ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই পশ্চিম এশিয়ার দিকে নজর দিলেন ট্রাম্প। তাঁরই নির্দেশে শনিবার লোহিত সাগরের তীরে ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন সেনা।

    মার্কিন প্রেসিডেন্টের বার্তা (Donald Trump)

    ইরানের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্টের বার্তা, “অবিলম্বে হুথিদের সমর্থন করা বন্ধ করুন। ইরান থেকে আমেরিকার ওপরে যদি কোনও হুমকি আসে, তার দায় সম্পূর্ণ আপনাদের। এর ফল খুব একটা ভালো হবে না।” সৌদি আরবের দক্ষিণে ছোট্ট একটি দেশ ইয়েমেন। দেশটির একদিকে রয়েছে লোহিত সাগর এবং অন্যদিকে রয়েছে এডেন উপসাগর। আর এক দিকে রয়েছে আরব সাগর। এই জলপথে বহু মালবোঝাই জাহাজ নিত্য যাতায়াত করে (Donald Trump)। ইয়েমেনের হুথিরা সেই জাহাজ আক্রমণ করে বাণিজ্যে বাধা দেয় বলে অভিযোগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সেই জঙ্গিদেরই শায়েস্তা করতে বোমাবর্ষণের নির্দেশ ট্রাম্পের।

    হুথিদের হামলা

    ২০২৩ সালের নভেম্বর মাস থেকে এ পর্যন্ত লোহিত সাগরে বাণিজ্যতরী লক্ষ্য করে অন্তত ১০০টি হামলা চালিয়েছে হুথিরা। তাদের ক্ষেপণাস্ত্র আটকাতে আমেরিকার সেনাবাহিনীকেও ওই অঞ্চলে লাগাতার সক্রিয় থাকতে হয়েছে। সারা বিশ্বের বাণিজ্যে এর প্রভাব পড়েছে। হুথিদের বক্তব্য, গাজায় ইজরায়েলি হামলার বিরুদ্ধে হামাস ও প্যালেস্তাইনিদের সমর্থনে তাদের এই পাল্টা হামলা।

    মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দিয়েছে হুথিরাও। এই হামলাকে (Donald Trump) তারা যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। তাদের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ধরনের হামলার জবাব দিতে প্রস্তুত।” মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরান যদি আমেরিকাকে হুমকি দেয়, তাহলে আমেরিকা কোনও নমনীয় পদক্ষেপ গ্রহণ করবে না।” জানা গিয়েছে, মার্কিন বিমানবাহী জাহাজ থেকে যুদ্ধবিমান উড়ে গিয়েছিল হুথি ঘাঁটিতে হামলা চালাতে। হুথিদের ওপর হামলার বিস্তারিত বিবরণ দিয়ে এক মার্কিন কর্তা বলেন, “এই অভিযান সম্ভবত কয়েক সপ্তাহ ধরে চলতে পারে (Donald Trump)।”

  • PM Modi: এপ্রিলের প্রথমেই শ্রীলঙ্কা সফরে মোদি, স্বাক্ষর হবে একাধিক মউ, উদ্বোধন করবেন সৌরবিদ্যুৎ কেন্দ্রের

    PM Modi: এপ্রিলের প্রথমেই শ্রীলঙ্কা সফরে মোদি, স্বাক্ষর হবে একাধিক মউ, উদ্বোধন করবেন সৌরবিদ্যুৎ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী এপ্রিল মাসের গোড়ায় শ্রীলঙ্কা (Sri Lanka) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। গতকাল শনিবার এমনটাই জানানো হয়েছে কলম্বোর তরফে। যদিও নয়াদিল্লি এবিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গতকাল শনিবার শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এপ্রিল মাসের শুরুতেই দ্বীপরাষ্ট্র সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, এই সফরে শ্রীলঙ্কার পূর্ব ত্রিঙ্কোমালি জেলার সামপুরে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনও করবেন মোদি। এই সফরে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে তাঁর একাধিক বিষয়ে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর করারও কথা রয়েছে।

    কী বললেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী?

    নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উঠে আসে এদিনের সাংবাদিক সম্মেলনে। শনিবার পেশ করা হয় শ্রীলঙ্কার বাজেট। সেই বাজেট অধিবেশনেই এমনটাই জানালেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী ভিজিথা হেরাথ। সংসদে দাঁড়িয়ে তিনি বললেন,‘‘আমরা ভারতের সঙ্গে বরাবরই মিত্রতা বজায় রাখার চেষ্টা করেছি। সরকার গঠনের পরেই আমাদের প্রথম কূটনৈতিক সফর হয়েছিল ভারতের উদ্দেশেই। এবার সেদেশের প্রধানমন্ত্রী এপ্রিল নাগাদ শ্রীলঙ্কায় আসছেন।’’ প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর গত বছরই প্রথম বিদেশ সফরে ভারতে এসেছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অনুরাকুমার দিশানায়েকে। সেই সফরে একাধিক বিষয়ে আলোচনা সম্পন্ন হয় দিল্লি এবং কলম্বোর মধ্যে। শ্রীলঙ্কার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর (PM Modi) এই সফরে সেই সমঝোতা আরও পাকাপোক্ত হতে চলেছে।

    ক্ষমতায় আসার পরে মোদির চতুর্থ শ্রীলঙ্কা সফর

    ২০২৩ সালে শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থার সঙ্গে যৌথ ভাবে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সম্মত হয়েছিল এনটিপিসি। জানা গিয়েছে, এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফরে সেই সৌরবিদ্যুৎ কেন্দ্রেরই উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসেন ২০১৪ সালে। ঠিক তার পরের বছরেই অর্থাৎ ২০১৫ সালে তিনি প্রথম শ্রীলঙ্কা সফর করেন। এরপর ২০১৭ ও ২০১৯ সালেও তিনি শ্রীলঙ্কা গিয়েছিলেন এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চতুর্থ শ্রীলঙ্কা সফর হতে চলেছে।

  • Daily Horoscope 16 March 2025: কর্মক্ষেত্রে সম্মান পাবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 16 March 2025: কর্মক্ষেত্রে সম্মান পাবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন।

    ২) খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    বৃষ

    ১) ভ্রমণের সুযোগ বন্ধ হতে পারে।

    ২) কোনও কাজের দ্বারা সকলের প্রীতিলাভ করবেন।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কর্মক্ষেত্রে সম্মান পাবেন।

    ২) একাধিক পথে আয় বাড়তে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    কর্কট

    ১) বন্ধুদের জন্য অশান্তি হতে পারে।

    ২) আগুন থেকে বিপদের আশঙ্কা।

    ৩) নিজেকে সময় দিন।

    সিংহ

    ১) অশান্তি থেকে সাবধান থাকা দরকার।

    ২) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কন্যা

    ১) ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে আজ।

    তুলা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করবেন।

    বৃশ্চিক

    ১) দাম্পত্য জীবনে অশান্তির সময়।

    ২) ব্যবসায় চাপ থাকলেও আয় বাড়বে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    ধনু

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে।

    ২) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে।

    ৩) দিনটি অনুকূল যাবে।

    মকর

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কুম্ভ

    ১) শারীরিক কারণে ব্যবসার দিকে সময় দিতে পারবেন না।

    ২) দাম্পত্য সম্পর্কের উন্নতির সময়।

    ৩) বন্ধুদের পাশে পাবেন সর্বদা।

    মীন

    ১) চিকিৎসার খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে।

    ২) বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে।

    ৩) দিনটি প্রতিকূল ভাবেই কাটবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

LinkedIn
Share