Teesta Setalvad: আহমেদ প্যাটেলের নির্দেশেই মোদির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তিস্তা! দাবি সিটের

Teesta_

মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের মোদি (Modi) সরকারকে বিপদে ফেলতেই প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের নির্দেশে ষড়যন্ত্র করেছিলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ (Teesta Setalvad)। আমেদাবাদের দায়রা আদালতে এমনটাই জানাল গুজরাট দাঙ্গার স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT)। আদালতের কাছে জামিনের আর্জি জানান তিস্তা শেতলবাদ। আর সেই আর্জির বিরোধীতা করেই আদালতে হলফনামা পেশ করে সিট।  

সিটের অভিযোগ, সমাজকর্মী তিস্তা অনেক বড় ষড়যন্ত্রের অংশ ৷ ২০০২ সালে গুজরাট হিংসার (2002 Gujarat Riots) পর প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল (Congress leader Ahmed Patel) বিজেপি সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন৷ তাঁর হয়ে কাজ করতেন তিস্তা। 

আরও পড়ুন: তিস্তাদের বিরুদ্ধে সিট! ছয় সদস্যের বিশেষ দল গঠন গুজরাট সরকারের  

গত ২৪ জুন গুজরাট হিংসা মামলায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেয় দেশের শীর্ষ আদালত৷ পরদিনই গ্রেফতার হন মামলাকারী জাকিয়া জাফরির (Zakia Jafri) পক্ষে থাকা সমাজকর্মী তিস্তা শেতলবাদ৷ পাশাপাশি দুই প্রাক্তন আইপিএস আধিকারিক আর বি শ্রীকুমার এবং সঞ্জীব ভাটকেও গ্রেফতার করে গুজরাট পুলিশ। তাঁদের বিরুদ্ধে গুজরাট হিংসা মামলার প্রমাণ বিকৃত করার অভিযোগ ওঠে৷ এই তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ (জালিয়াতি) এবং ১৯৪ (ভুয়ো তথ্য দেওয়া) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

আরও পড়ুন: গ্রেফতার তিস্তা, জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা রুজু

সিট হলফনামায় এক প্রত্যক্ষদর্শীর সাক্ষী উদ্ধৃত করে বলেছে, “তিস্তা শেতলবাদ আহমেদ প্যাটেলের হয়ে কাজ করতেন৷ তিনি কংগ্রেস নেতার থেকে গোধরা কাণ্ডের পর ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন।” সিটের আরও দাবি, “সেই সময় দিল্লিতে ক্ষমতায় থাকা প্রভাবশালী জাতীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তিস্তা৷ সেই বৈঠকে গুজরাট হিংসা মামলায় বিজেপি নেতাদের ফাঁসানোর চক্রান্ত করা হত।” 

আরেকজন সাক্ষীর দাবি অনুযায়ী সিট জানায়, ২০০৬ সালে শেতলবাদ এক কংগ্রেস নেতাকে প্রশ্ন করেন, কেন শুধু শাবানা আর জাভেদকে সুযোগ দেওয়া হচ্ছে? তাঁকে কেন রাজ্যসভার সদস্য করা হচ্ছে না? সিটের দাবি, এই পরিস্থিতিতে তাঁকে জামিন দিলে, তদন্তে ব্যঘাত ঘটতে পারে। তিনি প্রমাণকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। 
 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share