Army Encounter: কাশ্মীরি পণ্ডিত-হত্যার দুদিন পরেই সেনার পাল্টা! পুলওয়ামায় এনকাউন্টারে খতম জঙ্গি

Army Encounter: সোমবার গভীর রাতে জঙ্গিদের খোঁজে পুলওয়ামা জেলার পাদাগামপোরা অবন্তীপোরা এলাকায় সেনা ও পুলিশের যৌথবাহিনী অভিযান করে।
kashmir_encounter-1
kashmir_encounter-1

মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা (Kashmir)। ফিরেছে সন্ত্রাসবাদের কালো ছায়া। পুলওয়ামায় কয়েকদিন আগেই বাজার যাওয়ার পথে জঙ্গিদের হাতে খুন হয়েছেন একজন কাশ্মীরি পণ্ডিত। এই ঘটনার পর থেকেই ভয়ের পরিবেশ ছড়িয়েছে উপত্যকায়। এবার জবাব দিল ভারতীয় সেনা। এনকাউন্টারে (Army Encounter) সুরক্ষা বাহিনী খতম করেছে এক জঙ্গিকে।

কী জানিয়েছে পুলিশ?  

পুলওয়ামায় সন্ত্রাসীদের হাতে একজন কাশ্মীরি পণ্ডিত গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর, মঙ্গলবার ভোরে আওয়ান্তিপোরা এলাকায় একটি এনকাউন্টার (Army Encounter) চলাকালীন নিরাপত্তা বাহিনী একজন জঙ্গিকে খতম করেছে। কাশ্মীর জোন পুলিশ ট্যুইটে জানিয়েছে, "পুলওয়ামা জেলার পদগামপোরা আওয়ান্তিপোরাতে এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। আরও বিস্তারিত জানা যাবে।" জম্মু ও কাশ্মীর পুলিশ আরও জানিয়েছে, “এনকাউন্টারে একজন জঙ্গি নিহত হয়েছে। তার মৃতদেহ এখনও উদ্ধার করা হয়নি।”এনকাউন্টার এখনও চলছে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে জঙ্গিদের খোঁজে পুলওয়ামা জেলার পাদাগামপোরা অবন্তীপোরা এলাকায় সেনা ও পুলিশের যৌথবাহিনী অভিযান (Army Encounter) করে। তারপর সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এরপর এদিন ভোররাতে এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যুর খবরটি নিশ্চিত করে পুলিশ।

আরও পড়ুন: সাত সকালে ভবানীপুরে হানা ইডি-র! চলছে জোর তল্লাশি, জানেন কেন?

উল্লেখ্য, কিছু দিন আগেই পুলওয়ামা জেলাতেই একটি পুরোনো ব্যাঙ্কের এটিএম কাউন্টারের (Army Encounter) ৪০ বছরের এক নিরাপত্তারক্ষী্কে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তিনি ছিলেন একজন কাশ্মীরি পণ্ডিত। চলতি বছরে এটাই কাশ্মীরের সংখ্যালঘুদের উপর প্রথম হামলার ঘটনা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয় কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন, কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি, তথা সাধারণ মানুষ। সোমবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কাশ্মীরি পণ্ডিতদের হামলার প্রতিবাদে পদক্ষেপেরও দাবি জানায় কেপিএসএস। তারপরই পুলওয়ামায় যৌথ বাহিনীর গুলিতে আজ খতম এক জঙ্গি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles