Joe Biden: দশ দিন না পেরোতেই ফের করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Joe_Biden_Mask-1296x728-header-1-1296x729

মাধ্যম নিউজ ডেস্ক: আবারও করোনা (Corona) ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এক সপ্তাহও পেরোয়নি, ফের কোভিডের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন তিনি। হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, শনিবার সকালেই তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি এখন হোয়াইট হাউজেই নিভৃকবাসে আছেন।

আরও পড়ুন: করোনা আক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি, ভিডিও বার্তায় জানালেন নিজেই

তাঁর চিকিৎসক ডা. কেভিন ও’কনোর (Kevin O’Connor) জানিয়েছন, এর আগে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা চারদিন বাইডেনের কোভিড পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু শনিবার আবার তাঁর ‘অ্যান্টিজেন টেস্ট’ করা হলে তাঁর রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর তাঁর চিকিৎসকরা তাঁকে আবারও নিভৃতবাসে থাকার পরামর্শ দেন। আপাতত পাঁচ দিন তিনি হোয়াইট হাউসেই নিভৃতবাসে থাকবেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ৭৯ বছর বয়সী জো বাইডেন। তখন তাঁর করোনার মৃদু উপসর্গ ছিল বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানোনো হয়েছিল। তবে তাঁকে চিকিৎসকদের বিশেষ নজরে রাখা হয়েছিল। গত মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসলে চিকিৎসকরা জানান যে, তাঁকে আর আইসেলেশনে থাকার প্রয়োজন নেই। কিন্তু এরপর আবার বাইরে বেরোতেই ফের করোনায় আক্রান্ত হয়ে পড়লেন।

আরও পড়ুন: দেড় বছর পর ওয়াশিংটনে, আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

চিকিৎসকরা আরও জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই ফের করোনা আক্রান্ত হওয়া আসলে ‘রিবাউন্ড পজিটিভিটি’ (Rebound Positivity)। অর্থাৎ বাইডেনের করোনা পরিস্থিতিতে প্যাক্সলোভিড (PAXLOVID) নামক ওষুধ দিয়ে চিকিৎসা করানো হয়েছিল, তাতে সমস্ত ভাইরাস মরে যায়। কিন্তু ওষুধের কোর্স শেষ হতেই রিপোর্ট ফের পজেটিভ চলে আসে। যদিও বর্তমানে তাঁর করোনার লক্ষণ দেখা যায়নি ও সুস্থই আছেন তিনি। ফলে তেমন কোনও বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, প্রেসিডেন্ট ইতিমধ্যেই কোভিডের দু’টি টিকা এবং দু’বার বুস্টার ডোজ নিয়েছেন। তবে এই ভাবে করোনা থেকে মুক্তি পাওয়ার অল্প কিছু দিনের মধ্যেই আবার এই রোগে আক্রান্ত হওয়া একেবারেই বিরল ঘটনা বলে জানিয়েছেন চিকিৎসকরা।    

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share