Dhankhar Ananda Meeting: ধনখড়ের সঙ্গে সাক্ষাত রাজ্যপাল আনন্দ বোসের! কী কথা হল প্রাক্তন ও বর্তমানের মধ্যে?

ধনখড়ের সঙ্গে এদিন প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন রাজ্যপাল।
Dhankhar-CV-Ananda-Bose
Dhankhar-CV-Ananda-Bose

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার উপ রাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Former West Bengal Governor Jagdeep Dhankhar) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস (West Bengal Governor C V Ananda Bose)। ধনখড়ের সঙ্গে এদিন প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও আনন্দ বোসের বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

ধনখড়-আনন্দ সাক্ষাত

সোমবার হলুদ গোলাপ নিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ধনখড় নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই সাক্ষাতের একটি ছবি  ট্যুইট করেছেন। যদিও তাঁদের মধ্যে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। এটিকে সৌজন্য সাক্ষাত বলেই রাজভবন সূত্রে খবর। রবিবার গভীর রাতে দিল্লিতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপর বঙ্গভবনে ওঠেন তিনি। এরপরই প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করেন। বর্তমান রাজ্যপালের সঙ্গে রাজ্যে তাঁর অতীতের অভিজ্ঞতা কি শেয়ার করলেন ধনখড়? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিকি মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যকে ভালভাবে বুঝতেই প্রাক্তনের সঙ্গে আলোচনা করতে গিয়েছেন আনন্দ বোস।

সুকান্ত-আনন্দ সাক্ষাতের পর দিল্লি-যাত্রা 

রাজ্যে অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আর্জি নিয়ে সম্প্রতি রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে হিংসা নিয়েও একাধিক অভিযোগ জানান তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে তাঁকে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছিলেন সুকান্ত। তারপরই রাজভবন থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, নির্বাচনে হিংসার কোনও স্থান নেই। কেউ আইন হাতে তুলে নিতে পারে না। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখা হবে এবং তার জন্যে সময়োচিত এবং সদর্থক পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরালেন রাজ্যপাল, কেন এমন সিদ্ধান্ত?

একই সঙ্গে দুর্নীতির প্রশ্নেও কড়া বার্তা শুনিয়েছেন রাজ্যপাল। তাঁর সাফ কথা, দুর্নীতিকে কোনও ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হবে। রাজ্যপালের বক্তব্য, "আপনি যতই উঁচু পদে থাকুন না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন।" সম্প্রতি রাজ্যপালের ইচ্ছাতেই সরিয়ে দেওয়া হয় তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকেও। এরপরই ধনখড়ের সঙ্গে দেখা করলেন আনন্দ বোস।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles