Partha Chatterjee ED Custody: এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত

Partha_Chatterjee

মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসিকাণ্ডে (SSC scam) ২ দিনের ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ১৯-ঘণ্টার ওপর জেরা করার পর গতকাল গভীর রাতে রাজ্যের শিল্পমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শনিবার দুপুরে তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে (Bankshall Court)। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ২ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে ইডি (ED) দাবি করে, তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না পার্থ। ফলে, তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি দেওয়া হোক। তদন্তকারী সংস্থার এই আবেদনে গ্রহণ করেন বিচারক। উল্টোদিকে জামিনের আবেদন করেন পার্থর আইনজীবী। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন বিচারক। তৃণমূল মহাসচিবকে ২ দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে পার্থকে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে। 

আরও পড়ুন: অর্পিতাকে চিনতেন মুখ্যমন্ত্রী! কী বললেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য?

এসএসসি দুর্নীতিকাণ্ডে রাতভর জিজ্ঞাসাবাদ পর্ব শেষে অবশেষে শনিবার সকালে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার, সকাল ৭টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়, এই দুর্নীতিকাণ্ডে আরেক অভিযুক্ত পরেশ অধিকারী সহ একসঙ্গে ১৩টি জায়গায় হানা দেয় ইডি। পরে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে চিরকূটে লেখা অর্পিতা মুখোপাধ্যায়ের নাম দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। পরে, দুপুর তিনটে নাগাদ সেখানে হানা দেয় ইডি। তখনও ইডি আধিকারিকরা জানেন না, তাঁদের জন্য সেখানে অপেক্ষা করছে ‘জ্যাকপট’। 

আরও পড়ুন: এটা তো সবে ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি! ট্যুইটে কাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী?

অর্পিতার ফ্ল্যাটে থেকে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও উদ্ধার হয় ফ্ল্যাট থেকে। একেবারে, ২ হাজার ও ৫০০-র নোটের ২ বস্তা ভর্তি বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার করা হয়। ইডি সূত্রে দাবি, জেরায় অর্পিতা জানিয়েছেন, এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা। সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে। পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়কে তিনি শুধুই চিনতেন বলে ইডি-কে জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share