Wordle: জেনে নিন ২০২২ সালের প্রথম দশটি গুগল সার্চ

google

মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় অনলাইন গেম ‘Wordle’ বিশ্বব্যাপী গুগল সার্চে একনম্বরে উঠে এসেছে। গুগলের “Year in Search 2022” রিপোর্ট তাই বলছে। প্রথম দশটি সার্চের মধ্যে  India vs. England ক্রিকেট ম্যাচ, Ukraine, Queen Elizabeth-ও রয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, এই বছরের ফেব্রুয়ারিতে ‘Wordle’ শব্দ সবথেকে বেশিবার সার্চ করা হয়েছিল। এটি একটি সহজ এবং শব্দ-অনুমান করার গেম। এই গেম যারা খেলতে চায়, তাদের প্রথমে একটি বক্সে প্রবেশ করতে হয়। এরপর একটি পাঁচ-অক্ষরের শব্দ অনুমান করতে হয়।  রঙ কোডিং এর মাধ্যমে দেখা যায়  কোন অক্ষরটি সঠিক  ভুল পেয়েছে। যদি তাদের অনুমানের অক্ষরটি ভুল হয় তবে সেই অক্ষরটি ধূসর হয়ে যায়। অনুমান সঠিক হলে এটি সবুজ হয়ে যাবে। মোট ছয়বার এই সুযোগ পাওয়া যায়। বিভিন্ন সূত্রমতে জানা যাচ্ছে,  ব্রুকলিনের জোশ ওয়ার্ডলি নামের এক জনৈক ব্য়ক্তি এই গেমটি ডিজাইন করেছিলেন। এখানে ওয়ার্ডলি নিজের পদবীকেই গেমের নাম হিসেবে ব্যবহার করেছেন। প্রথমদিকে নাকি ওয়ার্ডলি নিজের পার্টনারের সঙ্গেই এই গেমটি খেলতে অভ্যস্ত ছিলেন , পরে নিজের আত্মীয়দের সঙ্গে এই গেমটি খেলতেন এবং বিভিন্ন হোয়াটসআপ গ্রুপে এটি শেয়ার করতেন। যখন এটি জনপ্রিয় হয়ে যায়,তখন গেমটিকে তিনি বাজারে আনেন ২০২১ সালের অক্টোবর মাসে। 

গুগলের রিপোর্ট অনুযায়ী, ভারতে সবথেকে বেশি সার্চ করা হয় ফুটবল এবং ক্রিকেট বিষয়ক ঘটনাগুলি। এছাড়াও সিনেমা ও বিভিন্ন স্পোর্টসও ভারতে অনেক বেশি সার্চ করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন খবর, সরকারি বিভিন্ন প্রকল্পও ঠাঁই পায় ভারতীয়দের পোস্টে। ক্রিকেটে ভারতীয়দের আগ্রহ বেশি রয়েছে। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- এই সার্চ প্রথম দশে জায়গা করে নিয়েছে। তবে ফুটবলের প্রতিও ভারতীয়দের আগ্রহ ভালোই রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ এবং ফিফা বিশ্বকাপও ব্যাপকভাবে সার্চ হয়েছে ভারত থেকে।

এবার একনজরে দেখে নেব গুগলের প্রথম দশটি সার্চ- 

    Wordle
    India vs England
    Ukraine
    Queen Elizabeth
    Ind vs SA (a cricket match between India and South Africa)
    World Cup
    India vs West Indies
    iPhone 14
    Jeffrey Dahmer
    Indian Premier League

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share