মাধ্যম নিউজ ডেস্ক: চামুণ্ডেশ্বরীর মূর্তি (Chamundeshwari Idol) তৈরি করলেন মুসলমান (Muslim) শিল্পী! বিশ্বের উচ্চতম মূর্তি এটি। কর্নাটকের (Karnataka) রামনগরের চামুণ্ডেশ্বরী মূর্তি দেখতে দলে দলে ভিড় করছেন দেশ বিদেশের দর্শনার্থীরা। এই রাজ্যেরেই মাইসুরুতেও রয়েছে অন্য একটি চামুণ্ডী মন্দিরও। রামনগরের এই মন্দির দেখে তাঁদের অনেকেই চলে যাচ্ছেন মাইসুরুতে, দেব দর্শনে।
দেশের বিভিন্ন প্রান্তে মাঝে মধ্যেই হয় হিন্দু-মুসলিম হিংসা। তবে ব্যতিক্রম রামনগরের এই চামুণ্ডেশ্বরীর মন্দির। মন্দিরের প্রধান পুরোহিত বিজি মলেশ বলেন, এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্যই হল বিশ্বের সব চেয়ে উঁচু চামুণ্ডী মূর্তি রয়েছে এই মন্দিরে। হিন্দুর আরাধ্যা এই দেবীর মূর্তিটি তৈরি হয়েছে বেঙ্গালুরুর এক মুসলিম শিল্পীর তত্ত্বাবধানে। তিনি বলেন, মুসলমান শিল্পী মুজ্জামিল খানের নেতৃত্বে ২০ জন কারিগর পাঁচলোহার এই মূর্তিটি তৈরি করেছিলেন। এখানে দেবী অষ্টাদশভুজা। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছিল তিন বছর। জানা গিয়েছে, রামনগর ও তার সন্নিহিত এলাকার লোকজন পুরানো ধাতু দিয়েছিল মূর্তি নির্মাণের জন্য। এর মধ্যে কী না ছিল! পুরানো তামার গামলা, ব্রোঞ্জের পাত্র, পুরানো বয়লার, ভাঙা ধাতুর ল্যাম্প এবং অব্যবহৃত জিনিসপত্র। এর মধ্যে ছিল অ্যালুমিনিয়ামও। সোনা, রুপোও ব্যবহার করা হয়েছে মূর্তি তৈরিতে। প্রধান পুরোহিত বলেন, মূর্তি নির্মাণে সব মিলিয়ে ৩৬ টন মিশ্র ধাতু ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন : কর্নাটক হিজাব বিতর্কে মুণ্ডচ্ছেদের হুমকি, গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা
মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, মুসলিম সম্প্রদায়ের লোকজন কাজ করলেও ধর্মীয় সেন্টিমেন্ট টোল খায়নি এতটুকুও। প্রধান পুরোহিত বলেন, তাঁরা জানতেন, তাঁরা মন্দির নির্মাণের কাজ করছেন। মূর্তি নির্মাণের সময়সীমার পুরো সময়টা তাঁরা নিরামিষ খাবার খেয়েছেন। আমিষ খাবারের খোঁজে বাইরে যেতেন না। তাঁদের ধর্মীয় উৎসবের সময় তাঁরা দিন কয়েকের জন্য চলে যেতেন বটে, পরে ফিরে স্নান করে শুরু করতেন মূর্তি নির্মাণের কাজ। এই তিন বছর তাঁরা ধূমপান করেননি। স্পর্শ করেননি মদও। মুজ্জামিল বলেন, প্রথমে মাটির মূর্তি তৈরি করা হয়। পরে মূর্তি যাতে নিখুঁত হয়, সেজন্য ফাইবার ব্যবহার করা হয়। পরে ফাইবার সরিয়ে ঢেলে দেওয়া হয় তরল মিশ্র ধাতু। মূর্তি তৈরির পরে করা হয় পালিশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply