Xi Jinping: “সামনে আশার আলো…”, নতুন বছরের শুরুতেই বললেন শি জিনপিং

Xi_Jinping

মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতে দেশের উদ্দেশে ভাষণ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। গত সোমবারেই চিনের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন শি জিংপিং। গতকালও তিনি চিনের জনসাধারণের প্রতি বক্তব্য রাখলেন। তিনি স্বীকার করেছেন যে, চিনে কোভিড ঢেউ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং এটির বিরুদ্ধে লড়াই করা একটি কঠিন চ্যালেঞ্জ। তিনি বলেছেন ‘অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে আমরা অভূতপূর্ব অসুবিধা এবং চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছি। এটি কারও জন্য সহজ যাত্রা ছিল না।’

জাতির উদ্দেশে ভাষণ শি জিনপিং-এর

গত কয়েকদিনে এই নিয়ে দ্বিতীয়বার জিনপিং (Xi Jinping) দেশের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছেন। তিনি জানিয়েছেন, চিনে করোনার বাড়বাড়ন্তে জিরো কোভিড পলিসি শুরু করা হয়েছিল। কিন্তু পরে তা দেশবাসীর জন্য ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। তিনি জানিয়েছেন, সামনে আশার আলো দেখা যাচ্ছে। তিনি বলেছেন, “করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আমরা নতুন পর্বে প্রবেশ করেছি। সবাই দৃঢ়তার সঙ্গে কাজ করছে। আশার আলো সামনেই।” তিনি আরও বলেন, “আমাদের এখনও লড়াই করতে হবে। সবাই অত্যন্ত কঠোর পরিশ্রম করছে। চলুন, সবাই ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করি।”

আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

চিনের করোনা পরিস্থিতি

সূত্রের খবর অনুযায়ী, চিনে গতকালই নতুন করে ৭০০০ জনের করোনা আক্রান্তের কথা জানা গিয়েছে ও ১ জনের মৃত্যু হয়েছে। আরও জানা গিয়েছে, আগামী ৮ জানুয়ারি থেকে চিনাদের বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে ও চিনে প্রবেশকারী ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারান্টাইনের নিয়ম সরিয়ে ফেলা হবে। অন্যদিকে এই পরিস্থিতিতে ফ্রান্স এবং ইতালি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান ঘোষণা করেছে যে, চিন থেকে আগত যাত্রীদের করোনার নেগেটিভ টেস্টের রিপোর্ট লাগবে। আবার মরক্কো চিন থেকে আসা সমস্ত যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

হু-এর সঙ্গে চিনের বৈঠক

করোনা কেস, ভ্যাকসিন, চিকিৎসার মত বিষয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ এবং চিনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক বৈঠকে বলা হয়েছে, চিনের উচিত যে কোনও তথ্য গোপন না করে বিশ্বের সঙ্গে শেয়ার করা। তথ্য গোপন করলে সমস্যা আরও বাড়বে। এ কারণে সেখানে করোনার প্রকৃত অবস্থা খুঁজে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share