Yogi Adityanath: “গোটা দেশকে পশ্চিমবঙ্গ বানাতে চান?”, নাম না করে মমতাকে তোপ যোগীর

Yogi_

মাধ্যম বাংলা নিউজ: “যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন, উত্তরপ্রদেশ আর বাংলায় কীভাবে নির্বাচন হয়। ওঁরা গোটা দেশকে পশ্চিমবঙ্গ বানাতে চান?” একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাগুলি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির (BJP) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, “দেখুন, কীভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন করিয়েছে তৃণমূল সরকার। সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে। কিন্তু সেই বিষয়ে কেউ কিছু বলছে না, সবাই চুপ।”

অশান্তি নেই উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “আমি সাড়ে ৬ বছরেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশে কোনও অশান্তি হয়নি। কিছু লোক ক্ষমতায় এসে পুরো ব্যবস্থাটাকে কুক্ষিগত করতে চাইছে, যেটা পশ্চিমবঙ্গে দেখলাম। এসব নিয়ে তো কেউ কথা বলে না।” যোগী আদিত্যনাথ বলেন, “উত্তরপ্রদেশেও পুরভোট হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে। কোথাও অশান্তি হয়নি।” তিনি বলেন, “গত ৬ বছরে উত্তরপ্রদেশে সব উৎসব পালন করা হয়েছে, কোনও দাঙ্গা হয়নি, কোথাও কার্ফু জারি করা হয়নি। অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার অ্যাকশন নেওয়া হয়েছে। যারা অপরাধী, সরকারি সম্পত্তি দখল করে রয়েছে, তাদের কি আরতি করা উচিত ছিল?”

শুভেন্দুর ট্যুইট 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (Yogi Adityanath) ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও নৈরাজ্যের কথা তুলে ধরার জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে চরম হিংসা গণতন্ত্রকে ধ্বংস করেছে। প্রশাসনকে কাজে লাগিয়েই হিংসা হয়েছে ভোটে।”

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ব্যাপক অশান্তি হয় রাজ্যে। নির্বাচনের (Yogi Adityanath) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় খুন-খারাপি। পুরো নির্বাচন-পর্বে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৫২ জন। এঁদের মধ্যে রয়েছেন একজন ভোটারও। পঞ্চায়েত নির্বাচনের সেই হিংসাকেই এদিন নিশানা করেছেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুুন: প্রচারের হাতিয়ার স্থানীয় বিষয়, তৃণমূলের দুর্নীতি, রাজ্য বিজেপি নেতাদের ‘মার্গদর্শন’ মোদির

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের ফল গণনার দিন ট্যুইট করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনিও জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসার কারণে অসমের ধুবড়ি জেলায় আশ্রয় চেয়েছিলেন ১৩৩ জন। আমরা তাঁদের ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছি। দেওয়া হয়েছে খাবার ও স্বাস্থ্য পরিষেবাও।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share