Bank Holidays: এপ্রিল মাসে ৩০ দিনের মধ্যে পনেরো দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জানেন কেন?

bank_acccount_f

মাধ্যম নিউজ ডেস্ক: এপ্রিল মাসে সব মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ (Bank Holidays) থাকছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে নির্দিষ্ট স্থান বিশেষে ছুটি প্রযোজ্য। তাই যাঁরা নানা কাজে নিয়মিত ব্যাঙ্কে যান, তাঁরা জেনে রাখুন কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। প্রসঙ্গত, ব্যাঙ্কের কোনও শাখা বন্ধ থাকলেও, গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম এবং অন্য পরিষেবা পেয়ে থাকেন। এবার জেনে নেওয়া যাক, কোন কোন দিন বন্ধ (Bank Holidays) থাকছে ব্যাঙ্ক। উপলক্ষই বা কী।  

ছুটির (Bank Holidays) দিন…

১ এপ্রিল, শনিবার অ্যাকাউন্ট ক্লোজিং।

২ এপ্রিল, রবিবার

৪ এপ্রিল, মঙ্গলবার মহাবীর জয়ন্তী।

৫ এপ্রিল, বুধবার, বাবু জগজীবন রামের জন্মতিথি (কেবল হায়দ্রাবাদ)

৭ এপ্রিল, শুক্রবার, গুড ফ্রাইডে (আগরতলা, আমেদাবাদ, জয়পুর, জম্মু, সিমলা ও শ্রীনগর ছাড়া সর্বত্র)

৮ এপ্রিল, শনিবার (সেকেন্ড স্যাটারডে)

৯ এপ্রিল, রবিবার

১৪ এপ্রিল, শুক্রবার, আম্বেদকর জয়ন্তী, বোহাগ বিহু, বৈশাখি, তামিল নববর্ষ, মহা বিষুব সংক্রান্তি। (ভোপাল, আইজল, নয়া দিল্লি, রায়পুর, শিলং এবং সিমলা ছাড়া সর্বত্র)

১৫ এপ্রিল, শনিবার, বাংলা নববর্ষ (আগরতলা, গুয়াহাটি, কোচি, কলকাতা, সিমলা ও তিরুবনন্তপুরমে ছুটি)

১৬ এপ্রিল, রবিবার।

১৮ এপ্রিল, মঙ্গলবার, শব-ই-কদর (জম্মু, শ্রীনগর)

২১ এপ্রিল, শুক্রবার, ইদ-উল-ফিতর (আগরতলা, জম্মু, শ্রীনগর, কোচি এবং তিরুবনন্তপুরম)

২২ এপ্রিল, শনিবার রমজান ইদ (আগরতলা, আমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, গ্যাংটক, কোচি, সিমলা ও তিরুবনন্তপুরম ছাড়া সর্বত্র)

২৩ এপ্রিল, রবিবার।

৩০ এপ্রিল, রবিবার।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির দিনকে জাতীয় ও আঞ্চলিক হিসেবে তালিকাভুক্ত করে। জাতীয় ছুটির ক্ষেত্রে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকে। আর আঞ্চলিক ছুটির ক্ষেত্রে বন্ধ (Bank Holidays) থাকে কেবল সেই নির্দিষ্ট অঞ্চলের শাখাগুলি। এপ্রিল মাসের প্রথম দিনটি ছাড়াও মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে, বিভিন্ন রাজ্যে নববর্ষ এবং ইদ এই দিনগুলিতে এক সঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকে। রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ছুটি থাকে ব্যাঙ্কে।

আরও পড়ুুন: শুভেন্দুর অভিযোগকে মান্যতা দিয়েও পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share