Donald Trump: ‘ভোটে’ জয়, ফিরল ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট

Across USA Thousands Protest Against Donald Trump

মাধ্যম নিউজ ডেস্ক: ফিরল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। এজন্য আয়োজন করা হয়েছিল আস্ত একটা ভোটের। ওই ভোটে সংখ্যাগরিষ্ঠের মত যায় ট্রাম্পের পক্ষে। তার পরেই ফেরে ট্রাম্পের অ্যাকাউন্ট। ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফিরতেই দেখা যায়, তাঁর ফলোয়ারের সংখ্যা আগে যেখানে এক মিলিয়ন ছিল, মাত্র ৩০ মিনিটের মধ্যেই তা বেড়ে হয় ২.১ মিলিয়ন। ট্রাম্পের অ্যাকাউন্ট খোলার খবরটি শেয়ার করে ট্যুইটারের সিইও ইলন মাস্ক ট্যুইট করেন, মানুষ চেয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালু হবে। জনগণের কণ্ঠস্বরই ভগবানের কণ্ঠস্বর।

মাস্ক জানতে চেয়েছিলেন…

সম্প্রতি মাস্ক ট্যুইটারে একটি ভোটের ব্যবস্থা করেন। সেখানে তিনি জানতে চেয়েছিলেন যে ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার হ্যান্ডেলটি ফের চালু করা উচিত কিনা। সেখানে তিনি মানুষের কাছে দুটি বিকল্প দিয়েছিলেন,  হ্যাঁ অথবা না। ভোটের ফলে দেখা যায়, বেশিরভাগ ট্যুইটার ব্যবহারকারীই ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালুর সমর্থনে সায় দিয়েছেন। এর পরেই খুলে দেওয়া হয় ট্রাম্পের অ্যাকাউন্ট।

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটালের সংঘর্ষ সম্পর্কে আপত্তকর ট্যুইট করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)। সেই সময়ই নিষিদ্ধ করা হয়েছিল তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট। তৎকালীন ট্যুইটার সিইও জ্যাক ডরসি ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যান করেছিলেন। ট্যুইটারের নিয়ম-নীতি লঙ্ঘন করার অভিযোগে ট্রাম্পর অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল। এর পর কেটে গিয়েছে প্রায় দু বছর। শেষমেশ ফিরল ট্রাম্পের অ্যাকাউন্ট।

আরও পড়ুন: পুতিনকে দেওয়া মোদির বার্তাই হয়ে উঠল জি ২০-র মূল সুর!

ভোটের ফল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের পক্ষে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের (Donald Trump) অ্যাকাউন্ট ফের চালু হয়ে যায়। মে মাসে মাস্ক বলেছিলেন, তিনি ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরিকল্পনা করেছিলেন। ট্রাম্প আর ট্যুইটারে ফিরতে আগ্রহী নন বলেই মনে হয়। তিনি জানান, বেশিরভাগ মানুষ তাঁর অ্যাকাউন্ট ফের চালু করার পক্ষে ভোট দিলেও, তাঁর আর ট্যুইটারে ফিরে আসার কোনও আগ্রহ নেই। ট্রাম্প (Donald Trump) এও জানিয়েছিলেন, তিনি তাঁর ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ স্টার্টআপ তৈরি অ্যাপ ট্রুথ সোশ্যালের সঙ্গেই থাকবেন। কারণ ট্যুইটারের তুলনায় সেখানে এনগেজমেন্ট বেশি। প্রসঙ্গত, এই ট্রুথ সোশ্যালে ট্রাম্পের প্রায় ৪.৫৭ মিলিয়ন ফলোয়ার রয়েছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share