The Kerala Story: বিপদে আদা শর্মা! সোশ্যাল মিডিয়ায় ফাঁস ‘দ্য কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রীর ফোন নম্বর

The_Kerala_Story

মাধ্যম নিউজ ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’-র (The Kerala Story) আকাশছোঁয়া সাফল্যের পর থেকেই সিনেজগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা আদা শর্মা। তাঁর নাম এখন দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছে। ছবির সুবাদে কেরিয়ারে একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছেন আদা শর্মা। এমনকি, সোশ্যাল মিডিয়াতেও সারাক্ষণ ট্রেন্ডিং থাকছেন অভিনেত্রী। কিন্তু, সাফল্যের সঙ্গে পিছু ধাওয়া করছে হুমকিও। 

ঠিক কী ঘটেছে?

কয়েকদিন আগে অভিনেত্রীর (The Kerala Story) কাছে মৃত্যু-হুমকি এসেছিল। এবার জানা গিয়েছে, সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে আদা শর্মার ব্যক্তিগত ফোন নম্বর। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘ঝামুন্ডা বোল্টে’ নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী আদা শর্মার কনট্যাক্ট ডিটেলস ফাঁস করে দেয়। সঙ্গে অভিনেত্রীর নতুন ফোন নম্বর ফাঁস করা হবে বলেও হুমকি দেওয়া হয়। যদিও পরে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হয়। কিন্তু, অদার ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারটা দাবানলের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর ফলে, প্রতিনিয়ত তাঁকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁর ভক্তরা মুম্বই সাইবার সেলকে ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সুদীপ্ত সেনের সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’(The Kerala Story) একাধিক কারণে সংবাদে রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে। এই সিনেমার গল্প কেরালার একদল মহিলাকে আবর্তিত করে, যারা ধর্মান্তরিত হয়ে মুসলিম হয় ও পরবর্তীতে আইএসআইএস-এ যোগ দিতে বাধ্য হয়। গোড়া থেকেই এই ছবিকে ঘিরে বিতর্ক তৈরি হয়। কখনও এই ছবির গায়ে ‘প্রোপাগান্ডা’ তকমা সেঁটে দেওয়া হয়। তো কখনও ছবির কলাকুশলীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আবার বাংলাতে এই ছবিকে নিষিদ্ধও করা হয়েছিল।

আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে গিয়ে সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হিন্দু যুবতীর

২০০ কোটির ক্লাবে প্রবেশ

কিন্তু, যাবতীয় বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’-র(The Kerala Story) দৌড় অব্যাহত। সম্প্রতি, বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক পার করেছে ‘দ্য কেরালা স্টোরি’। ৫ মে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেনের ছবিটি। মুক্তির পর তৃতীয় সোমবারেই ২০০ কোটির গণ্ডি পার করে এই ছবি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আদা। লেখেন, ‘‘ভারতীয় জনগণকে অভিনন্দন! আপনাদের সবাইকে অভিনন্দন যারা হোর্ডিং ধরেছেন, ভিডিয়ো পোস্ট করেছেন। আপনাদের সাফল্যে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য অনেক ধন্যবাদ।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share