মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভোটের ঢাকে পড়ল কাঠি। এবারের নির্বাচনে অবশ্য অংশগ্রহণ করতে হবে না জনগণকে। এবার যাঁরা ভোট দেবেন (যদি নির্বাচন হয়), তাঁরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। (তবে এবার ভোট হচ্ছে না।) ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন (Rajya Sabha Polls)। পশ্চিমবঙ্গ, গোয়া এবং গুজরাট মিলিয়ে নির্বাচন হবে ১০টি আসনে। সোমবার রাজ্যে চলছে পুনর্নির্বাচন। সেদিনই রাজ্যের ৬টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল।
প্রার্থী তালিকায় চমক
প্রার্থী তালিকায় রয়েছে চমক। যে পাঁচজনের মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের মধ্যে তিনজনই ফের প্রার্থী হচ্ছেন। এঁরা হলেন, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন, উপদলনেতা সুখেন্দুশেখর রায় এবং তৃণমূল নেত্রী দোলা সেন। আগামী বছর লোকসভা নির্বাচন। তাই বাকি তিনটি আসনে অনেক অঙ্ক কষেই প্রার্থী দিয়েছে তৃণমূল। উত্তরবঙ্গে জয়জয়কার বিজেপির। তাই ভোটের কথা মাথায় রেখে মনোনয়ন (Rajya Sabha Polls) দেওয়া হয়েছে প্রকাশ চিক বরাইককে। মুসলমানদের মন পেতে এবার প্রার্থী করা হয়েছে বঙ্গ সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলামকে।
প্রার্থী সেই সাকেতকেও
মনোনয়ন দেওয়া হয়েছে আরটিআই কর্মী সাকেত গোখলেকেও। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর ছেড়ে যাওয়া আসনে হবে উপনির্বাচন। তবে ওই আসনে কে প্রার্থী হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। বিধানসভায় যেহেতু তৃণমূলের বিধায়ক সংখ্যা বেশি, তাই পাঁচটি আসনে জয় নিশ্চিত শাসক দলের। উপনির্বাচনেও জিতবে তৃণমূল। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম চমক হল সুস্মিতা দেবকে বাদ দেওয়া। প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতাও কংগ্রেস নেত্রী ছিলেন।
আরও পড়ুুন: “পঞ্চায়েত নির্বাচন প্রহসন”, কটাক্ষ শুভেন্দুর, দিলেন ‘প্রমাণ’ও
দল বদলে তৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার হিসেবে দলবদলু সুস্মিতাকে দেওয়া হয় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার (Rajya Sabha Polls) সদস্যপদ। বছর দেড়েক রাজ্যসভার সদস্য ছিলেন সুস্মিতা। এবার আর তালিকায় ঠাঁই হয়নি তাঁর। বাদ গিয়েছেন শান্তা ছেত্রীও। রাজনৈতিক মহলের মতে, সাকেতকে প্রার্থী করে বিজেপিকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল সুপ্রিমো। কারণ তথ্যের অধিকার আইন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন সাকেত। ভুয়ো খবর ছড়ানোর (Rajya Sabha Polls) অভিযোগে একাধিকবার গ্রেফতার করা হয়েছিল তাঁকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours