Delhi Pollution: দূষণ বিষে নাভিশ্বাস দিল্লির! বন্ধ স্কুল, গাড়ি চলায় নিষেধাজ্ঞা, সতর্কবার্তা হাইকোর্টের

Delhi,_Rajasthan

মাধ্যম নিউজ ডেস্ক: গত পাঁচ বছরে দেশের সবেচেয় দূষিত শহরের তকমা রয়েছে রাজধানী দিল্লির মুকুটে। দূষণ বিষে গ্যাস চেম্বারের মতো পরিস্থিতি হয়েছে দিল্লির। ধোঁয়ায় ঢেকেছে আকাশ। বাংলায় বাড়তে থাকা দূষণও উদ্বেগের কারণ হয়ে উঠছে। রাজ্য পরিবেশ দফতরও জানিয়েছে, কলকাতা সহ এ রাজ্যের কয়েকটি জেলায় দূষণের মাত্রা বেড়েছে। দূষণের নিরিখে কলকাতা দ্বিতীয় স্থানে, দিল্লির পরেই। 

ঘন ধোঁয়াশায় ঢাকা দিল্লি

বায়ুদূষণের তীব্রতা এতটাই বেড়েছে, যে দিল্লির সব প্রাথমিক স্কুল দুই দিনের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি বলেছেন,  ‘বায়ুদূষণ বাড়তে থাকায় দিল্লির সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দু’দিন বন্ধ থাকবে।’ এদিকে পাথর ভাঙা, খনি খননের মতো কাজও বন্ধ করা হয়েছে। সুনির্দিষ্ট কিছু প্রকল্প ছাড়া বন্ধ রাখা হয়েছে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজও।  উল্লেখ্য, গতকালই দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এদিন সকালে ঘন ধোঁয়াশা ঢেকে যায় গোটা দিল্লি। পরিস্থিতি ‘খুব খারাপ’ বলে জানিয়ে দেয় আবহাওয়া দফতর। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য় অনুযায়ী, সকাল ৭টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৪৬। এর মধ্য়ে আবার অশোক বিহার ও টি থ্রি টার্মিনাল এলাকার একিউআইয়ের পরিমাণ ছিল আরও বেশি। এই দু’টি জায়গাতেই দূষণের মাত্রা ছিল যথাক্রমে ৪৩০ ও ৪৭৩।

কলকাতাতেও বাড়ছে দূষণ

এই অবস্থায় এদিন জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। যান চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে বিএস থ্রি পেট্রোল ও বিএস ফোর ডিজেলের চার চাকার গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  একিউআরের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রাজধানীতে বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ ও সিওপিডি জনিত রোগীর সংখ্যা। পিছিয়ে নেই কলকাতাও। দিল্লির পরেই কলকাতার স্থান। গবেষণা এমনও বলছে যে, ২০২৩ সালে এ রাজ্যে বাতাসে ভাসমান দূষিত কণা বা অ্যারোসলের মাত্রা ৮ শতাংশ বেড়ে যাবে যা রাজ্যবাসীর কাছে মোটেই সুখকর হবে না। দিল্লি, কলকাতা ছাড়াও দূষিত শহরগুলির তালিকায় ছিল মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ এবং পাটনা। 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share