মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক দেশ বদলে যেতে পারে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের মাঠে। কিন্তু এই দুই প্রতিযোগিতার জায়গা পরিবর্তন হতে পারে। এমনটাই জানা গিয়েছে এক সংবাদ মাধ্যম সূত্রে।
পরিবর্তনের কারণ কী?
সম্প্রতি বিসিসিআইয়ের চূড়ান্ত আপত্তির পর এশিয়া কাপ সরতে চলেছে পাকিস্তান থেকে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের কপাল পুড়ল আমেরিকার জন্য। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। আইসিসির আধিকারিকদের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজন করতে প্রস্তুত নয়। আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঠে।। এই জায়গা পূরণের জন্য পাকিস্তান থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হতে পারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আয়োজনের দায়িত্ব।
Champions Trophy 2025 might be shifted from Pakistan to West Indies and the USA. (Reported by News18). pic.twitter.com/2bzKyqRNQA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 9, 2023
এশিয়া কাপও সরছে পাকিস্তান থেকে?
এ বারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে খেলতে যেতে রাজি নয়, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তাই এশিয়া কাপ অন্য কোথাও হওয়ার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে তা শ্রীলঙ্কায় সরতে পারে। দুই দেশের রাজনীতির সম্পর্ক মোটেও ভাল নয়। সেই প্রভাব স্বাভাবিক ভাবেই পড়ছে ক্রিকেটে। দুই দেশের সিরিজও দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হল কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: সুরাটে মিলল আইএস মডিউলের সন্ধান! ধৃত ১ মহিলা-সহ ৪
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours