চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) পরিবারের কোনও সদস্যের বিয়েতে সমস্যা এলে, তা সমাপ্ত হবে।
২) পরিবারের কোনও সদস্যের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করতে পারেন।
বৃষ
১) পরাক্রম ও পুরুষার্থ বৃদ্ধি পাবে।
২) কাঙ্খিত ফল পাওয়ায় মনে আনন্দ থাকবে।
মিথুন
১) সন্তানের জন্য লগ্নির পরিকল্পনা করে থাকলে খোলা মনে তা করুন, ভবিষ্যতে এর দ্বারা লাভ অর্জন করতে পারবেন।
২) মনের কথা বাবার সঙ্গে ভাগ করে নেবেন।
কর্কট
১) ব্যবসা সংক্রান্ত সমস্যা কোনও বন্ধুর সঙ্গে ভাগ করে নেবেন।
২) মনে নতুন চিন্তাভাবনা এলে তা গোপন রাখুন।
সিংহ
১) পারিবারিক কলহ উৎপন্ন হতে পারে।
২) বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পাবেন, পরিবারের সদস্যরা তাতে মঞ্জুরি দেবেন।
কন্যা
১) ছাত্রছাত্রীরা নিজের পছন্দের স্থানে উচ্চ শিক্ষার দ্বারা লাভান্বিত হবেন।
২) পারিবারিক ব্যয় নিয়ন্ত্রণ রাখতে হবে।
তুলা
১) সন্ধ্যাবেলা কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
২) সন্তানের শারীরিক সমস্যা।
বৃশ্চিক
১) কোনও সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা।
২) এমন কাজ করুন, যা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু
১) ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন, এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করা উচিত।
২) কর্মক্ষেত্রে আপনার প্রভাব থাকবে।
মকর
১) সন্তানের পড়াশোনার কারণে চিন্তিত থাকবেন।
২) জীবনসঙ্গীর পরামর্শ প্রয়োজন হবে।
কুম্ভ
১) পরিবারের কোনও সদস্যের সঙ্গে মনোমালিন্য চললে তা শেষ হবে এবং সম্পর্ক মজবুত হবে।
২) ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত বাধা দূর করার জন্য মা-বাবার পরামর্শ নেবেন।
মীন
১) আজ ভুলেও কারও সঙ্গে লেনদেন করবেন না, কারণ তাঁর জন্য দিন ভালো নয়।
২) জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply