চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) সন্ধ্যাবেলা মা-বাবার সেবায় সময় কাটাবেন।
২) সন্তানের বিবাহে আগত বাধা বন্ধুর সাহায্যে দূর হবে।
বৃষ
১) পরিচিত ব্যক্তির চাপে পড়ে কোনও ব্যবসায়িক ডিল ফাইনাল করবেন না। তা না-হলে লোকসান হতে পারে।
২) ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নতুন সুযোগ পেতে পারেন।
মিথুন
১) শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনায় আগত বাধা দূর হবে।
২) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে সময় কাটাবেন।
কর্কট
১) আটকে থাকা কাজ ভবিষ্যতের জন্য বাতিল করবেন না। তা না-হলে লাভের পরিবর্তে লোকসান হতে পারে।
২) জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে। অর্থ ব্যয় হবে।
সিংহ
১) সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।
২) মামাবাড়ির তরফে সম্মান লাভ করবেন।
কন্যা
১) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
২) অংশীদারীত্বে কোনও ব্যবসা করে থাকলে তার দ্বারা লাভান্বিত হবেন।
তুলা
১) কাছের বন্ধুর সাহায্যের জন্য অগ্রসর হবেন। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করতে হবে।
২) ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুরা আপনার ক্ষতি করতে পারে।
বৃশ্চিক
১) শ্বশুরবাড়ির কোনও ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে।
২) সন্তানের বিবাহে আগত বাধা আজ সমাপ্ত হবে।
ধনু
১) মা-বাবাকে তীর্থযাত্রায় নিয়ে যেতে পারেন।
২) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
মকর
১) সন্ধ্যাবেলা ধর্মীয় যাত্রায় যাওয়ায় মানসিক শান্তি পাবেন।
২) বন্ধু ও পরিবারের সঙ্গে মিলে কাজ করলে লাভান্বিত হবেন।
কুম্ভ
১) ভাই-বোনের সঙ্গে মনোমালিন্য চললে, তা শেষ হবে।
২) সুসংবাদ পেতে পারেন।
মীন
১) প্রেম জীবনে আবদ্ধ রয়েছেন যে জাতকরা, তাঁরা অবসাদের শিকার হতে পারেন।
২) মা-বাবার পরামর্শে কোনও কাজ শুরু করে থাকলে সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply