চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?
মেষ
১) বয়স্ক সদস্যের কারণে অর্থ লাভ হতে পারে।
২) আলস্য ত্যাগ করে কাজে মনোনিবেশ করলে তা সম্পন্ন করতে পারবেন।
বৃষ
১) পারিবারিক কলহ মাথা চাড়া দিতে পারে। যা আপনাদের সমস্যা বাড়াবে। পরিবারের বয়স্ক সদস্যের সাহায্যে সেই কাজ শেষ করতে সফল হবেন।
২) বোনের বিয়ের ভালো প্রস্তাবে মঞ্জুরি দেবেন।
মিথুন
১) সামাজিক ক্ষেত্রে যে চেষ্টা করবেন তার লাভ হবে ও জনসমর্থন অর্জন করতে পারবেন।
২) শ্বশুরবাড়ির সদস্যের সঙ্গে আর্থিক লেনদেনের সময়ে সতর্ক হন। না-হলে সম্পর্কে ফাটল ধরতে পারে।
কর্কট
১) জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ শেষ করার চেষ্টা করবেন।
২) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসায়ে ঝুঁকি নিন। তা না-হলে সেই টাকা ডুবে যেতে পারে।
সিংহ
১) সন্ধ্যাবেলা মা-বাবার সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন।
২) ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে।
কন্যা
১) ছোট ব্যবসায়ীরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল না-পাওয়ায় হতাশ হবেন।
২) বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা কোনও বড় ডিল পেতে পারেন।
তুলা
১) ছাত্রদের পরীক্ষায় সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
২) ভালো মনে লগ্নি করুন, এর ফলে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন।
বৃশ্চিক
১) আজ ব্যস্ত থাকবেন। দৌড়ঝাপ বাড়বে।
২) স্বাস্থ্যের যত্ন নিন। আবহাওয়াজনিত রোগ দেখা দিতে পারে।
ধনু
১) কোন কাজকে প্রাথমিক গুরুত্ব দেবেন, তা আপনাকে নির্বাচন করা উচিত।
২) পরিবারের সদস্যদের ব্যবহারের কারণে চিন্তিত থাকবেন।
মকর
১) সরকারি গুরুত্বপূর্ণ কাজ বাতিল করলে তা দীর্ঘদিনের জন্য আটকে যেতে পারে।
২) কম লাভ সত্ত্বেও সন্তুষ্ট থাকবেন। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে সফল হবেন।
কুম্ভ
১) শত্রুর কারণে চিন্তিত থাকবেন। তবে সন্ধ্যা নাগাদ তাঁরা নিজেই ধ্বংস হবে।
২) অচেনা ব্যক্তির সঙ্গে সাবধানে লেনদেন করুন।
মীন
১) জীবনসঙ্গীর অসুস্থতা আপনাকে চিন্তিত করবে। দৌড়ঝাপ ও অর্থ ব্যয় করবেন।
২) কর্মক্ষেত্রে আপনার পক্ষে পরিবর্তন হবে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply