IPL 2024: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নাইটরা, একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জানালেন গম্ভীর

parliament_-_2024-05-25T195547410

মাধ্যম নিউজ ডেস্ক: চিপকে বারো বছর আগের রাতটার অপেক্ষায় নাইট শিবির। বলা ভাল কেকেআর (KKR) মেন্টর গৌতম গম্ভীর। ২০১২ সালে গম্ভীরের নেতৃত্বে চেন্নাইয়ের মাঠেই প্রথম আইপিএল (IPL 2024) খেতাব জিতেছিল নাইটরা। এবার গম্ভীর গুরু। তাঁর মন্ত্রেই চলতি আইপিএলে সাফল্যের শীর্ষে কলকাতা। শুধু আর একটা ধাপ পেরোতে পারলেই ষোল-কলা পূর্ণ। রবিবাসরীয় সন্ধ্যায় হায়দ্রাবাদকে হারাতে পারলেই কেল্লাফতে। আনন্দে গা ভাসাবেন কিং খান-সহ নাইট ভক্তরা। আর নিশ্চিন্তে ঘুমোতে পারবেন মেন্টর গম্ভীর। 

আত্মতুষ্টি নয়

২০২১ সালের পর কলকাতা নাইট রাইডার্স আরও একবার ফাইনালের চৌকাঠ স্পর্শ করতে পেরেছে। লিগ টেবিলে শীর্ষে ছিল কলকাতা। প্রথম সুযোগেই ফাইনালেও (IPL 2024) পৌঁছেছে শ্রেয়সরা। তাই ক্রিকেটারদের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে সে দিকে কড়া নজর রাখছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর। গুরু গম্ভীর বলেন,’আমি যথেষ্ট সফল ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করছি। ফলে আমাদের অনুশীলন করতে হবে, খেলতে হবে এবং এই শরীরী ভাষাটাই মাঠে নিয়ে আসতে হবে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’ গম্ভীরের কথায়,  ‘আমি দলের প্রত্যেককে স্বাধীনতা দিতে চাই। এই দলে যারা রয়েছে, তারা প্রত্যেকে একটা কথা খুব ভালো করে জানে। দলের প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা হয়। এই দলে সিনিয়র-জুনিয়র বলে আলাদা কিছু নেই। আমাদের সকলের একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জেতা। ফলে আমরা সকলে এই একটা রাস্তা ধরেই এগিয়ে যেতে চাই। আগামী ২৬ মে আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে চাই। আমরা সকলেই যদি একই রাস্তা ধরে এগিয়ে চলি এবং লড়াই করি, তাহলে আমি নিশ্চিত যে অবশ্যই সাফল্য অর্জন করতে পারব।’

জয়ের খিদে

ফাইনালের (IPL 2024) আগে ফুরফুরে মেজাজে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির। দলে চোট-আঘাতের সমস্যা নেই। কিন্তু তা-ও স্বস্তি নেই দলে। আসল কাজ শেষ না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছেন না কেকেআর ক্রিকেটারেরা। রবিবার আইপিএল ফাইনালে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে প্যাট কামিন্সদের হারিয়েই ফাইনালে উঠেছেন শ্রেয়স আয়ারে। তবু ফাইনালের আগে সতর্ক কেকেআর শিবির। দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা বেঙ্কটেশ আয়ার বলেছেন, ‘‘পরিকল্পনা সঠিক ভাবে প্রয়োগ করার থেকে বেশি সন্তুষ্টি আর কিছুতে নেই। আমরা এখন সেটা ঠিক মতো করতে পারছি। আমরা যে ভাবে খেলছি, তাতে আমরা খুশি। তবে সন্তুষ্ট নই। আমাদের খিদে এখনও মেটেনি। আইপিএল ট্রফি না জেতা পর্যন্ত মিটবে না। একমাত্র চ্যাম্পিয়ন হতে পারলেই সন্তুষ্ট হব আমরা।’’ 

স্পিন মন্ত্রেই ঘায়েল প্রতিপক্ষ

চেন্নাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পান। হায়দরাবাদ-রাজস্থান (IPL 2024) ম্যাচেও তা দেখা গিয়েছে। বাংলার অলরাউন্ডার শাহবাজের স্পিনে ঘায়েল হয়েছে রাজস্থানের ব্যাটাররা। কিন্তু কেকেআরের (KKR) মিডল অর্ডারে নীতীশ রানা, শ্রেয়স, বেঙ্কটেশ আয়ারেরা রয়েছেন, যাঁরা স্পিন ভাল খেলেন। তাই স্পিনারদের বিরুদ্ধে রান করতে পারলে চাপে পড়বেন প্যাট কামিন্সেরা। তাতে সুবিধা হবে কেকেআরের। আর কেকেআরে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী রয়েছেন, যাঁরা পাওয়ার প্লে-তে বল করতে পারেন। হায়দরাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা পেসারদের বিরুদ্ধে অবলীলায় বড় শট খেলতে পারেন। তাই তাঁদের বিরুদ্ধে শুরুতে স্পিন আক্রমণ কাজে লাগাতে পারে কেকেআর। শুরুতে হায়দরাবাদের রানের গতি আটকানোই লক্ষ্য থাকবে নাইটদের।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share