VHP: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জন্মাষ্টমীতে রাস্তায় নামছে ছোট ছোট ‘কৃষ্ণ’, উদ্যোগ ভিএইচপি-র

Untitled_design(800)

মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Issue) অভিনব প্রতিবাদ দেখা যাবে জন্মাষ্টমীতে। বিশ্ব হিন্দু পরিষদের (VHP) উদ্যোগে রাস্তায় নামতে চলছে ছোট ছোট ‘কৃষ্ণ’। এই কচিকাঁচারাই সরব হবে বিচারের দাবিতে। প্রসঙ্গত, সোমবার (২৭ অগাস্ট) জন্মাষ্টমী তিথি রয়েছে, ঘটনাক্রমে সে দিনই আবার বিশ্ব হিন্দু পরিষদের (VHP) প্রতিষ্ঠাবার্ষিকী। সেই উপলক্ষেই সঙ্ঘ পরিবারের এই সংগঠন দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। বাংলায় ক্ষেত্রে নেওয়া হয়েছে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি। জন্মাষ্টমী তিথিতে তাই রাজ্যজুড়ে ‘বিচার চাই’ দাবিতে ছোট ছোট ‘কৃষ্ণ’দের মিছিল দেখা যাবে। তবে কৃষ্ণ সাজানোতেও বার্তা দিতে চায় পরিষদ। ব্রজের কৃষ্ণ নন, ‘বীর’ এবং ‘নারীর সম্ভ্রম রক্ষাকারী’ কৃষ্ণদের দেখা যাবে রাস্তায়। এ কৃষ্ণ কুরুক্ষেত্রের কৃষ্ণ। যাঁর একহাতে ছিল সুদর্শন চক্র এবং অন্য হাতে পাঞ্চজন্য শঙ্খ।

কী বলছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)?

বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং সংবাদমাধ্যমে বলেন, ‘‘১ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে নানা কর্মসূচি রয়েছে। তারই অঙ্গ হবে শ্রীকৃষ্ণের আহ্বান। ধর্মরক্ষার জন্য এখন তাঁকেই দরকার। সাধারণ মানুষের আন্দোলনে তাঁর শক্তিই প্রয়োজন। কারণ, মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করা হলে তিনিই সহায় হয়েছিলেন। এখন নারীর সম্ভ্রমরক্ষার জন্য চাই জনতারূপী শ্রীকৃষ্ণকেই।’’

সারদা মায়ের বাংলা এক মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারী নির্যাতনের নরক হয়ে উঠেছে

ভিএইচপি নেতা (VHP) আরও বলেন, ‘‘বাঙালি শক্তির তুলনায় ভক্তিতে বেশি আশ্বাস রাখে। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে রাধাকান্ত কৃষ্ণ নন, প্রয়োজন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে পথ দেখানো কৃষ্ণের। তাঁর সাধনা করতে হবে। এটাই আমরা বলতে চাই।’’ তাঁর আরও সংযোজন, ‘‘নীতিশিক্ষার জন্য ধর্মস্থাপন প্রয়োজন। আমরা জানি, ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতার রূপে ভগবান আসেন। সেই ‘সম্ভবামি যুগে যুগে’ মন্ত্র নিয়েই আমরা ধর্ম স্থাপনার আন্দোলন চাই। যা হলে নারীর উপরে নির্যাতন, নারীর অসম্মান বন্ধ হবে।’’ বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে শচীন্দ্রনাথ সিং বলেন, ‘‘গোটা দেশেই আমরা বাংলার (RG Kar Issue) কথা বলব। কী ভাবে সারদা মায়ের বাংলা এক মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারী নির্যাতনের নরক হয়ে উঠেছে, তা আমরা গোটা দেশকে জানাতে চাই।’’ 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share