মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার নাইজেরিয়া (Nigeria) পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানকার প্রবাসী ভারতীয়রা ‘ভারত মাতা কী জয়’, ‘বন্দেমাতরম’ প্রভৃতি স্লোগানে আবুজা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রবাসী ভারতীয়দের এমন উষ্ণ অভ্যর্থনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘প্রবাসী ভারতীয়দের তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলাম।’’
Heartwarming to see the Indian community in Nigeria extending such a warm and vibrant welcome! pic.twitter.com/QYfAUOpqRO
— Narendra Modi (@narendramodi) November 16, 2024
নাইজেরিয়ার প্রবাসী ভারতীয় মহিলা, শিশু এবং পুরুষদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় মোদিকে। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী ভারতীয়রা সেলফিও নেন। নিজের অন্য একটি এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) লেখেন, ‘‘নাইজেরিয়ায় বসবাসরত মারাঠি সমাজ তাঁদের মাতৃভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া অনেক খুশি। তাঁরা তাঁদের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে যেভাবে জুড়ে রয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত, শনিবারই পাঁচ দিনের নাইজেরিয়া-ব্রাজিল-গয়ানা সফরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্রাজিলে যোগ দেবেন জি২০ শীর্ষ সম্মেলনে
১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রাজধানী রিও-ডি-জেনিরোতে রয়েছে জি২০ শীর্ষ সম্মেলন। সেখানেই যোগ দেবেন প্রধানমন্ত্রী। নাইজেরিয়া থেকেই তিনি ব্রাজিল পৌঁছাবেন। পরে ব্রাজিল থেকে পাড়ি দেবেন গয়ানা। বিদেশে পাড়ি দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিনি আশাবাদী জি২০ শীর্ষ সম্মেলনে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হবে। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘১৯ নভেম্বর জি২০ সম্মেলনের ট্রোইকা সদস্য হিসেবে যোগ দেব। গত বছরই ভারতের সভাপতিত্বে সফল হয়েছে জি২০ সম্মেলন।’’ প্রসঙ্গত, জি২০-তে ট্রোইকা সদস্য হিসেবে তিন দেশ রয়েছে- ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। বিদেশে পাড়ি দেওয়ার আগে প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ‘‘এ বছরে আমি এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ এই দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার উদ্দেশে মুখিয়ে রয়েছি।’’
প্রধানমন্ত্রীর (PM Modi) গয়ানা সফর
প্রসঙ্গত, নাইজেরিয়ার (Nigeria) রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুই দিনের সফরে আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন। নাইজেরিয়ার পর ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মোদি (PM Modi) যাবেন দক্ষিণ আমেরিকার গয়ানায়। ১৯৬৮ সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে পা রাখতে চলেছেন। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর গয়ানা সফরে মোদি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন, প্রবাসীদের সঙ্গে আলাপচারিতা করবেন এবং সেদেশের সংসদে ভাষণও দেবেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours